বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্র ও তরুণ জনতা।
বুধবার (১৬ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। অবরোধকারীরা মুহূর্মুহু স্লোগানে রাস্তাজুড়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করেন।
আন্দোলনকারীরা এ সময় ‘মুজিববাদ মুর্দাবাদ’, ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’—এই ধরনের স্লোগানে শাহবাগ প্রকম্পিত করে তোলেন।
বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুকী বলেন, “আজকে গোপালগঞ্জে প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের এই ব্যর্থতার কারণেই আওয়ামী লীগের লোকজন আমাদের সহযোদ্ধাদের ওপর হামলার সাহস দেখিয়েছে। প্রশাসনের এ ব্যর্থতা আমরা কিছুতেই মেনে নেব না। তার প্রতিবাদেই আমাদের আজকের এই অবরোধ।”
অবরোধের ফলে শাহবাগসহ আশপাশের এলাকায় যানচলাচল বিঘ্নিত হয়েছে। রাস্তায় আটকে পড়েছে অসংখ্য বাস, অ্যাম্বুলেন্স ও ব্যক্তিগত যানবাহন।
বিকেলের দিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান করছিলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে পুলিশ ও র্যাব।