Home First Lead হাসনাতের ওপর হামলায় উত্তাল এনসিপি, ২৪ ঘণ্টার সময়সীমা

হাসনাতের ওপর হামলায় উত্তাল এনসিপি, ২৪ ঘণ্টার সময়সীমা

হাসনাতের ওপর হামলার প্রতিবাদে মিছিল বাংলামোটরে। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে এনসিপি। রবিবার সন্ধ্যার এই ঘটনায় দলটি কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, “এই হামলা করেছে পতিত ফ্যাসিবাদের দোসররা।”

দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলার আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের কয়েকজন কর্মী হাসনাতকে ‘দেখে নেওয়া’র হুমকি দিয়েছিল। এনসিপি অভিযোগ করেছে, “নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী ছাত্রসংগঠন ছাত্রলীগই এ হামলার সঙ্গে জড়িত।”

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় চার-পাঁচটি মোটরসাইকেল নিয়ে দুর্বৃত্তরা এসে তার গাড়িতে ঢিল ছোড়ে ও লাঠি দিয়ে আঘাত করে। এতে গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায়, আর হাসনাতের কনুইয়ে কেটে যায়।

গাড়িচালক দুলাল মিয়া বলেন, “চান্দনা চৌরাস্তা পার হওয়ার পর হঠাৎ কয়েকটি মোটরসাইকেল আমাদের অনুসরণ করতে থাকে এবং ঢিল ছুড়ে গাড়িতে হামলা চালায়।”

ঘটনার পর দ্রুত সরে গিয়ে গাড়িবহর আইইউটি ক্যাম্পাসে আশ্রয় নেয়। পরে উত্তরা পূর্ব থানায় হাসনাতকে নেওয়া হয় এবং সেখান থেকে রাত সাড়ে আটটার দিকে ঢাকায় পাঠানো হয়।

দলটির দপ্তর বিভাগের যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত এক বিবৃতিতে বলেন, “বাংলাফ্যাক্ট নামের সংস্থার তথ্য অনুযায়ী, গত ৯ মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে জড়িতদের ওপর ৩৬টি হামলায় ৮৯ জন আহত ও ১ জন শহীদ হয়েছেন।”

বিবৃতিতে আরও বলা হয়, “আন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এসব ঘটনার কোনও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। বরং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে অপেশাদারিত্ব স্পষ্ট।”

এনসিপির অভিযোগ, “জুলাই গণহত্যার বিচার না হওয়ায় এ ধরনের হামলার পথ খুলেছে।” তারা ২৪ ঘণ্টার মধ্যে হামলার তদন্ত ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

ঘটনার প্রতিবাদে গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, রাজশাহী, বরিশালসহ একাধিক শহরে তাৎক্ষণিক মিছিল, মশাল মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।