এভিয়েশন ডেস্ক: টোকিও থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইট মাঝ আকাশে যান্ত্রিক সমস্যার কারণে রোববার জরুরি ভিত্তিতে কলকাতায় অবতরণ করতে বাধ্য হয়েছে। বিমানের কেবিনে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়ায়। পরে পাইলটরা সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে বিমানটিকে দিক পরিবর্তন করে কলকাতার উদ্দেশে নিয়ে যান।
এআই ৩৫৭ নম্বর বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি টোকিওর হানেদা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই যাত্রী ও ক্রু সদস্যরা বিমানের কেবিনে অস্বস্তিকর তাপমাত্রা অনুভব করতে থাকেন। ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধির কারণে ককপিটে সংকেত পৌঁছালে পাইলটরা দ্রুত বিকল্প সিদ্ধান্ত নেন। নিরাপদে কলকাতায় অবতরণের পর বিমানটিকে নির্ধারিত স্থানে সরিয়ে নিয়ে যান্ত্রিক পরীক্ষা শুরু করে কর্তৃপক্ষ।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বিমানের কেবিনে ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির কারণে এআই ৩৫৭ নম্বর ফ্লাইটটি সতর্কতামূলকভাবে দিক পরিবর্তন করে কলকাতায় অবতরণ করে। সকল যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন। বর্তমানে বিমানটির কারিগরি পরীক্ষা চলছে।’ সংস্থাটি আরও জানায়, কলকাতায় অবস্থানরত তাদের গ্রাউন্ড স্টাফ যাত্রীদের সার্বিক সহায়তা করছেন এবং বিকল্প ব্যবস্থায় দ্রুত তাদের দিল্লি পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে।
বিমানটি ঠিক কবে পুনরায় গন্তব্যের উদ্দেশে যাত্রা করবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা এখনো জানানো হয়নি। তবে যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
সম্প্রতি একের পর এক যান্ত্রিক সমস্যা ও নিরাপত্তাজনিত ত্রুটির কারণে এয়ার ইন্ডিয়া নিয়ে যাত্রীদের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক সপ্তাহে একাধিক ফ্লাইটে মাঝ আকাশে ত্রুটি দেখা দেওয়ায় কর্তৃপক্ষকে বারবার সতর্ক হতে হচ্ছে।