Home আকাশ পথ দুবাই এয়ার শোতে ভারতীয় যুদ্ধবিমান তেজস ভেঙে পড়ে নিহত পাইলট

দুবাই এয়ার শোতে ভারতীয় যুদ্ধবিমান তেজস ভেঙে পড়ে নিহত পাইলট

ছবি এ আই

এভিয়েশন ডেস্ক: দুবাইয়ে চলমান বিশ্ববিখ্যাত ‘এয়ার শো’তে গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছে ভারতীয় বায়ুসেনার একটি তেজস যুদ্ধবিমান। স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে প্রদর্শনী চলাকালীন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে বিমানটি। দুর্ঘটনায় নিহত হয়েছেন বিমানটির পাইলট, বায়ুসেনার উইং কমান্ডার নমনশ স্যায়াল।

ভারতীয় বায়ুসেনার নিশ্চিতকরণ
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দেয় ভারতীয় বায়ুসেনা। বিবৃতিতে তারা জানায়, দুবাই এয়ার শোতে অংশ নেওয়া একটি তেজস বিমান দুর্ঘটনার কবলে পড়েছে এবং পাইলটের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। শোকবার্তায় বলা হয়, নিহত পাইলটের পরিবারের পাশে রয়েছে বায়ুসেনা, এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি কাজ শুরু করবে।

দর্শকদের সামনে আকস্মিক বিপর্যয়
রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড’ (হ্যাল)–এর তৈরি তেজস বিমানটি সেদিন আকাশে বিভিন্ন কৌশল ও উড়ান দক্ষতা প্রদর্শনের মধ্যে ছিল। প্রত্যক্ষদর্শীদের তোলা ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানের গতিপথ হঠাৎ অস্বাভাবিকভাবে নীচের দিকে নামতে শুরু করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তা মাটিতে আছড়ে পড়ে আগুন ধরে যায়। মুহূর্তেই কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে চারদিকে।

দুর্ঘটনার ঠিক আগে পাইলট বিমান থেকে বেরোতে পেরেছিলেন কি না, তা প্রথমদিকে নিশ্চিত না হলেও পরে জানা যায়, তিনি প্রাণ হারিয়েছেন ঘটনাস্থলেই বা ঘটনার অল্প সময় পর।

তেজস: ভারতের নিজস্ব মাল্টিরোল ফাইটার
তেজস হলো ভারতের নিজস্ব নকশায় তৈরি হালকা ও বহুমুখী যুদ্ধবিমান। একক ইঞ্জিনবিশিষ্ট এই বিমান আকাশ থেকে আকাশ ও আকাশ থেকে ভূমি—উভয় ধরনের হামলায় সক্ষম। বর্তমানে এর উন্নত সংস্করণ ‘তেজস মার্ক-১এ’ নাসিকের হ্যাল কারখানায় তৈরি হচ্ছে এবং ভারতীয় বায়ুসেনার অস্ত্রভান্ডারে এটি বিশেষ স্থান দখল করে আছে।

এয়ার শোতে অংশ নেওয়ার অন্যতম উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক ক্রেতাদের কাছে তেজসের সম্ভাবনা তুলে ধরা। সাম্প্রতিক বছরগুলোতে ভারত এই বিমানটি বিদেশে বিক্রির জন্য জোর প্রচার চালাচ্ছিল। কিন্তু এই দুর্ঘটনা সেই প্রচেষ্টায় সাময়িক আঘাত হানতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকদের একটি অংশ।

বিশ্বের অন্যতম বড় এয়ার শো এবং বাণিজ্যিক গুরুত্ব
দুবাই এয়ার শো বিশ্বে অন্যতম বৃহৎ বাণিজ্যিক বিমান প্রদর্শনী, যা দুই বছর অন্তর আয়োজিত হয়। বিশ্বের নামী প্রতিরক্ষা ও বিমান নির্মাতা প্রতিষ্ঠানগুলো নতুন প্রযুক্তি ও ব্যবসায়িক চুক্তি প্রদর্শনের সুযোগ পায় এখানে। চলতি সপ্তাহেই ‘এমিরেটস’ ও ‘ফ্লাই দুবাই’ কয়েকশ কোটি ডলারের ক্রয়চুক্তি সম্পন্ন করেছে। ভারতও তেজসকে সামনে রেখে একই ধরনের সম্ভাবনার পথ খুঁজছিল।

কিন্তু তেজসের দুর্ঘটনা শুধু ভারতের জন্যই নয়, শো-এর আয়োজকদের কাছেও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ অনিশ্চিত রয়ে গেলেও প্রযুক্তিগত ত্রুটি, মানবিক ভুল বা প্রদর্শনের অতিরিক্ত চাপ—সবকিছুই বিবেচনায় রাখা হবে বলে জানিয়েছে বায়ুসেনা।