Home আন্তর্জাতিক আঠারো শতকের জাহাজের ধ্বংসাবশেষে মিলল ঐতিহাসিক সম্পদ

আঠারো শতকের জাহাজের ধ্বংসাবশেষে মিলল ঐতিহাসিক সম্পদ

আন্তর্জাতিক ডেস্ক: সমুদ্রের গভীর তলদেশে ডুব দিয়ে আঠারো শতকের একটি ডুবে যাওয়া জাহাজ থেকে তাল তাল সোনা ও রুপো উদ্ধার করেছেন একদল অভিযাত্রী। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিখ্যাত ট্রেজার কোস্ট এলাকায় পরিচালিত এই অভিযানে প্রায় ৯ কোটি টাকার সম্পদ পাওয়া গেছে বলে জানা গেছে।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পরিচালিত এ অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়, যেখানে দেখা যায়—এক ডুবুরি পানির নিচে মুদ্রাভর্তি একটি থলি উল্টে দিচ্ছেন।

৩০০ বছরের পুরনো ধ্বংসাবশেষ থেকে উদ্ধার

সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ১৭১৫ সালের ৩১ জুলাই স্পেনের উদ্দেশে রওনা দেওয়া স্প্যানিশ নৌবহরের একটি জাহাজ আটলান্টিক মহাসাগরের ঘূর্ণিঝড়ে পড়ে ফ্লোরিডা উপকূলে ডুবে যায়। কয়েক শতাব্দী পর সেই জাহাজের ধ্বংসাবশেষেই এই অভিযাত্রীরা উদ্ধার অভিযান চালান।

তারা সেখান থেকে ১,০০০টিরও বেশি রুপোর মুদ্রা, বিরল স্বর্ণমুদ্রা ও আরও কিছু মূল্যবান নিদর্শন তুলে আনেন। গবেষকদের মতে, উদ্ধার হওয়া কিছু মুদ্রার বয়স ৩০০ বছরেরও বেশি।

ট্রেজার কোস্ট: ইতিহাসে ভরা উপকূল

ফ্লোরিডা র পূর্ব উপকূল বরাবর বিস্তৃত “ট্রেজার কোস্ট” দীর্ঘদিন ধরেই বিখ্যাত—এ অঞ্চলে শতাব্দীর পর শতাব্দী ধরে উপকূলে ভেসে আসা জাহাজের ধ্বংসাবশেষ থেকে মূল্যবান ধাতু ও নিদর্শন পাওয়া গেছে।

প্রাচীন ঐতিহাসিক সূত্রে জানা যায়, ডুবে যাওয়া ওই স্প্যানিশ জাহাজটি স্পেনের উদ্দেশে রওনা দিয়েছিল প্রায় ৪০ কোটি টাকা মূল্যের সোনা-রুপো ও সম্পদ নিয়ে। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সমুদ্রগর্ভে হারিয়ে যায় সেই বিপুল ঐশ্বর্য।

প্রশাসনের সঙ্গে ভাগাভাগি ও সংরক্ষণ

মার্কিন আইনের নিয়ম অনুযায়ী, এ ধরনের উদ্ধারকৃত সম্পদ সাধারণত উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসনের মধ্যে ভাগ করে দেওয়া হয়। ইতিমধ্যে পাওয়া ধাতব নিদর্শনগুলির সংরক্ষণ ও তালিকাভুক্তির কাজ শুরু হয়েছে। উল্লেখযোগ্য ও ঐতিহাসিক মূল্যবান জিনিসগুলো স্থানীয় জাদুঘরের জন্য সংরক্ষিত রাখা হবে বলে জানিয়েছেন অভিযানের সংগঠকরা।