Home সারাদেশ রিকশার চাকায় পেঁচিয়ে গেল ওড়না, ফাঁসে প্রাণ গেল মিথিলার

রিকশার চাকায় পেঁচিয়ে গেল ওড়না, ফাঁসে প্রাণ গেল মিথিলার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হৃদয়বিদারক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মিথিলা আক্তার (২০) নামে এক নববিবাহিতা গৃহবধূ। চলন্ত রিকশার চাকায় পরনের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে অচেতন হয়ে পড়েন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত মিথিলা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মদনপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় যুবক সাব্বির রহমানের স্ত্রী।

মিথিলার স্বামী সাব্বির রহমান জানান, ঘটনার রাতে তিনি স্ত্রীকে নিয়ে সোনারগাঁয়ের বালুর মাঠ এলাকার একটি অনুষ্ঠান থেকে বাসার দিকে ফিরছিলেন। যাত্রাপথে তারা একটি ভাড়ার রিকশায় চড়ে ফিরছিলেন। হঠাৎ রিকশা চলতে চলতে মিথিলার গলায় পরা ওড়না পেছনের চাকায় পেঁচিয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই ওড়না টেনে ধরে তার শ্বাসরোধ হয় এবং তিনি অচেতন হয়ে পড়েন।

তিনি বলেন, “আমি চিৎকার করে রিকশাচালককে থামাই। তারপর কোনোভাবে গলায় পেঁচানো ওড়নাটা খুলে তাকে কোলে করে দ্রুতই সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কিন্তু ওখান থেকে ঢাকা মেডিকেলে পাঠায়। ঢামেকে নিয়ে যাওয়ার পর চিকিৎসক বলেন, ও আর নেই।”

দুর্ঘটনার খবরে মিথিলার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অল্প দিন আগেই তাদের বিয়ে হয়েছিল। প্রতিবেশীদের কাছেও মিথিলা একজন ভদ্র ও নম্র স্বভাবের মেয়ে হিসেবে পরিচিত ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “মিথিলাকে রাতে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।”

সোনারগাঁ থানার এক কর্মকর্তা জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা হতে পারে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে।

স্থানীয়দের ভাষ্যমতে, সোনারগাঁ এলাকায় জনসাধারণের জন্য নিরাপদ রাস্তাঘাট ও যাতায়াত ব্যবস্থা অনেকটাই অবহেলিত। অনেক রিকশা ও ভ্যানচালকই নিয়ম না মেনে চলাচল করেন, যার ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটে।

মিথিলার এই মৃত্যু সমাজে ওড়না বা শাড়ির আঁচল পরে রিকশা বা মোটরবাইকে ওঠার সময় আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে সচেতন মহল। এ ধরনের দুর্ঘটনা আগেও ঘটেছে, তবে এখনো এ বিষয়ে পর্যাপ্ত জনসচেতনতা সৃষ্টি হয়নি।