Home কক্সবাজার ঢাকামুখী কক্সবাজার এক্সপ্রেসে ইঞ্জিন বিকল, তিন ঘণ্টা দুর্ভোগে আট শতাধিক যাত্রী

ঢাকামুখী কক্সবাজার এক্সপ্রেসে ইঞ্জিন বিকল, তিন ঘণ্টা দুর্ভোগে আট শতাধিক যাত্রী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিন বিকলের কারণে চরম ভোগান্তিতে পড়ে। আজ রবিবার(১৫ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে ট্রেনটি ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে ট্রেনটি তিন ঘণ্টারও বেশি সময় সেখানে আটকে থাকে।

কক্সবাজার আইকনিক স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম রাব্বানী জানান, “২৩টি বগি নিয়ে ট্রেনটিতে ৮০০-রও বেশি যাত্রী ছিল। ট্রেনটি কক্সবাজার স্টেশন থেকে দুপুর ১২টা ৪৫ মিনিটে ছাড়ে, যা নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর। ইসলামাবাদ স্টেশনে পৌঁছেই ইঞ্জিনের মোটর পুড়ে গিয়ে ট্রেনটি অচল হয়ে পড়ে।”

তিনি আরও বলেন, “কক্সবাজার স্টেশনে কোনো রিলিফ ট্রেন বা লোকোমোটিভ শেড নেই। তাই দ্রুত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।”

এ বিষয়ে কর্তৃপক্ষ চট্টগ্রাম থেকে একটি রিলিফ ট্রেন পাঠায়। সেটি বিকেল ৩টা ৩০ মিনিটে লোহাগাড়া স্টেশন অতিক্রম করে এবং বিকেল ৪টার পর ইসলামাবাদ স্টেশনে পৌঁছে।

গোলাম রাব্বানী জানান, রিলিফ ট্রেন পৌঁছার পর বিকেল ৫টা ১৫ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে ঢাকার উদ্দেশে।

ট্রেনটির হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ঘটনায় ঈদের আগে যাত্রাপথে থাকা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে শিশু, বৃদ্ধ, নারীসহ সব বয়সের যাত্রীদের। ভিড়ে অনেকে স্টেশনের বাইরে গাছতলায় অবস্থান নেন।