Home First Lead শেয়ারবাজারে ধসের প্রতিবাদে বিনিয়োগকারীদের কফিন মিছিল

শেয়ারবাজারে ধসের প্রতিবাদে বিনিয়োগকারীদের কফিন মিছিল

রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা। ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: টানা দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজারের পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে উত্তাল হয়ে উঠেছেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। রোববার (১৮ মে) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে কফিন মিছিল ও প্রতীকী গায়েবানা জানাজা আয়োজন করে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন তারা।

বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইনভেস্টর অ্যাসোসিয়েশনসহ কয়েকটি সংগঠনের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিনিয়োগকারীরা অভিযোগ করেন, শেয়ারবাজারের লাগাতার দরপতনের জন্য বিএসইসির ব্যর্থতা দায়ী। তারা দাবি তোলেন, বর্তমান চেয়ারম্যানকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে, নইলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা কফিন নিয়ে স্লোগান দিতে দিতে মিছিল করেন, যা বাংলাদেশ ব্যাংক থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড় হয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে রাস্তায় বসে পথ অবরোধ করেন তারা, ফলে প্রায় ২০ মিনিট ধরে যান চলাচল বন্ধ ছিল।

বিকেল পৌনে চারটার দিকে ডিএসই ভবনের সামনে প্রতীকীভাবে ‘বাংলাদেশের পুঁজিবাজার’ লেখা কফিনের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিনিয়োগকারীদের ক্ষোভ ও হতাশা প্রকাশ পায়।

বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল হোসেন বলেন, “পুঁজিবাজার আজ বন্দী হয়ে পড়েছে এক নব্য স্বৈরাচারের আয়নায়। যারা পুঁজিবাজারকে এই অবস্থায় এনেছে, তারা আর দায়িত্বে থাকতে পারে না।”

তিনি আরও বলেন, “যদি এই অন্তর্বর্তী সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে তাদের উচিত দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ানো।”

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিএসইসি চেয়ারম্যানকে সরানো না হলে রাজধানীর যমুনা এলাকায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে লাখো বিনিয়োগকারী জড়ো হবেন এবং পরবর্তী কর্মসূচি আরও কঠোর হবে।