বিনোদন ডেস্ক: বলিউড ও টেলিভিশনের পরিচিত মুখ করণ কুন্দ্রা এবং অনুষা দাণ্ডেকরের প্রেম ভেঙেছে বহু আগেই, কিন্তু বিতর্ক যেন এখনও থামছে না। সম্প্রতি অনুষা তাঁর ইউটিউব পডকাস্ট ‘আনভেরিফায়েড – দ্য পডকাস্ট’–এ প্রাক্তন প্রেমিককে উদ্দেশ করে একাধিক বিস্ফোরক অভিযোগ আনেন। তিনি সরাসরি নাম না করলেও নেটিজেনদের মতে, ইঙ্গিত স্পষ্ট করণ কুন্দ্রার দিকেই।
অনুষার অভিযোগ, ডেটিং অ্যাপ বাম্বেল–এর ক্যাম্পেইনে তিনিই করণকে নিয়ে এসেছিলেন, এবং সেখানেই তিনি জীবনের সর্বোচ্চ পারিশ্রমিক পান। অথচ সেই একই অ্যাপ ব্যবহার করে করণ অন্য নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েন। অনুষার কথায়, “ও প্রায় গোটা মুম্বইয়ের সঙ্গেই শুয়ে বেড়াত।”
অভিযোগ শোনার পর করণ ইনস্টাগ্রামে এক আবেগঘন দীর্ঘ নোটে প্রতিক্রিয়া দেন। যদিও কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে ফেলেন। তাতে তিনি লেখেন—
“তিন ঘণ্টায় ৮৭টা আর্টিকল! সব কিসের জন্য? একটা পডকাস্ট বিক্রির জন্য?”
“আজ তথাকথিত ‘উচ্চবিত্ত পরিবারের’ মহিলারা যেটা খুশি বলতে পারেন, হাততালি পান। অথচ ছোট শহর থেকে উঠে আসা সাধারণ ছেলেদের পাশে দাঁড়ায় না কেউ।”
“এভাবেই মানসিক নির্যাতন করে পুরুষদের ভেঙে ফেলা হয়। তাই অনেক সফল পুরুষও শেষমেশ আত্মহত্যার পথ বেছে নেন।”
করণ আরও প্রশ্ন তোলেন, “স্ম্যাশ দ্য প্যাট্রিয়ার্কি” স্লোগান দেওয়া মহিলাদের জবাবদিহি নেই কেন? তাদের ক্ষমতার অপব্যবহার থামে না কেন?
দীর্ঘ সম্পর্ক, আকস্মিক বিচ্ছেদ
২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত এমটিভির জনপ্রিয় শো ‘লাভ স্কুল’–এর সহ-সঞ্চালক ছিলেন করণ ও অনুষা। তিন বছরেরও বেশি সময় ধরে চলা প্রেম ২০২0 সালে হঠাৎ ভেঙে যায়।
অনুষা পরে এক ভক্তকে জানান, “আমি সততা আর সুখ পাওয়ার যোগ্য। তাই নিজেকেই বেছে নিয়েছি।”
করণ অবশ্য বলেছিলেন, বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে কিছু বলবেন না, কারণ “ওটা সম্পর্কের প্রতি অসম্মান।”
বর্তমানে করণ কুন্দ্রা অভিনেত্রী তেজস্বী প্রকাশের সঙ্গে সম্পর্কে আছেন। অনুষা দাণ্ডেকরও নিজের পেশাগত জীবন ও ব্যক্তিগত অধ্যায়ে নতুনভাবে এগিয়ে যাচ্ছেন। তবু পুরনো প্রেমের আঁচ, পাল্টা অভিযোগ আর প্রতিশোধস্পৃহা এখনও আলোচনায় রাখছে এই প্রাক্তন জুটিকে।