ভারতজুড়ে লকডাউন ঘোষণা করার পাশাপাশি সংবাদপত্র ও বৈদ্যুতিক গণমাধ্যমকে জরুরি পরিষেবার আওতায় রেখে ছাড় দেয়া হয়েছে। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় সংবাদপত্র বিলি-বণ্টনে দেখা দিচ্ছে নানা অসুবিধা। সংবাদপত্র থেকে করোনা সংক্রমণ ছড়ায় না বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশেষজ্ঞরা জানানোর পরেও অনেক হকার আতঙ্কে সংবাদপত্র বিলি করতে চাইছেন না। অনেক জায়গাতেই পাঠকরা সংবাদপত্র পাচ্ছেন না গত দু’দিন ধরে। ‘এই সময়’ পত্রিকার সাংবাদিকরা ফেসবুকে জানাচ্ছেন যে, তারা নিজেরাও কাগজ পাচ্ছেন না। কলকাতার বড় সংবাদপত্রগুলোর অনেকে প্রকাশনা সাময়িকভাবে বন্ধ রাখার কথা ভাবছেন।
পশ্চিমবঙ্গের কয়েক লক্ষাধিক প্রচার সংখ্যার জনপ্রিয় পত্রিকা ‘বর্তমান’ বুধবারের সংস্করণের প্রথম পৃষ্ঠায় এক ঘোষণায় জানিয়েছে, করোনা নিয়ে আতঙ্কের প্রভাব পড়েছে সংবাদপত্র বিলি-বণ্টনে। তাই বৃহস্পতিবার থেকে কয়েকদিনের জন্য ‘বর্তমান’ প্রকাশ ও বিলি-বণ্টন সম্ভব হচ্ছে না।
-মানবজমিন