বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। এমন পরিস্থিতিতে সীমিত পরিসরে করোনার আরটি-পিসিআর পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আপাতত যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব রয়েছে, কেবল সেখানেই এই পরীক্ষা চালু হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশীদ বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “যেসব হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব রয়েছে, করোনা পরীক্ষা পুনরায় চালু করার প্রস্তুতি নিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।”
এ পর্যায়ে পরীক্ষা সীমিত থাকবে এবং শুধুমাত্র উপসর্গধারী ব্যক্তিরাই পরীক্ষা করাতে পারবেন। অর্থাৎ, আগে যেমন ইচ্ছেমতো পরীক্ষা করা যেত, এবার তা আর হচ্ছে না।
প্রাথমিকভাবে যেসব হাসপাতালে পরীক্ষা চালু হবে, তার মধ্যে রয়েছে—
- ঢাকা মেডিকেল কলেজ
- মুগদা জেনারেল হাসপাতাল
- চট্টগ্রাম মেডিকেল কলেজ
- রাজশাহী মেডিকেল কলেজ
- খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রধান সরকারি হাসপাতালগুলো
অধ্যাপক হালিমুর রশীদ বলেন, “পরিস্থিতি যদি আরও অবনতির দিকে যায়, সংক্রমণের হার যদি আরও বাড়ে, তাহলে আমরা পরীক্ষার পরিধিও বাড়াব।”
তিনি জানান, করোনা পরীক্ষার জন্য স্থানীয় কিছু কোম্পানি থেকে কিট সংগ্রহের কাজ শুরু হয়েছে। পাশাপাশি বিদেশ থেকেও কিট আমদানির জন্য সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোকে (সিএমএসডি) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ দিনের মধ্যেই আবারও চালু হবে করোনা পরীক্ষা। তবে তা হবে সীমিত আকারে এবং শুধুমাত্র উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের জন্য।
করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক অবস্থানে রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি খুব দ্রুত অবনতির দিকে গেলে আগেভাগেই পদক্ষেপ নেওয়ার জন্য এই প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।