ভোলা থেকে মহিউদ্দিন ভোলা: ভোলায় করোনা থেকে রক্ষা ও আক্রান্তদের সুস্থতা কামনা করে জুমা নামাজের আগে দোয়া ইউনুছ খতম ও পরে দোয়া মুনাজাত করা হয়েছে।
শুক্রবার (৩০জুলাই) ভোলার সহস্রাধিক মসজিদে খতম ও দোয়া করা হয়েছে। ভোলা সদর কালিবাড়ি রোডের বায়তুল ফালাহ জামে মসজিদে ঈমাম হাফেজ মোঃ তালহা দোয়া মুনাজাত পরিচালনা করেন। মুনাজাতে করোনা ভাইরাস থেকে দেশবাসিকে রক্ষা এবং রোগে আক্রান্ত ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু ও তার পরিবারের সদস্যদেরসহ আক্রান্ত সকলের দ্রুত সুস্থতা কামনা করা হয়। খতম ও দোয়া অনুষ্ঠানে সব শ্রেণীর মুসল্লিরা অংশগ্রহণ করেন।










