বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর আবারও চট্টগ্রামে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষা হয়েছে ১৮০টি। তবে এ সময়ের মধ্যে নতুন করে কোনো মৃত্যু ঘটেনি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বিজনেসটুডে২৪-কে জানান, “সংক্রমণের হার এখনও নিয়ন্ত্রণে থাকলেও আমরা জনসাধারণকে সতর্ক থাকার অনুরোধ করছি। সামান্য উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করাতে হবে।”
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ৮টি ল্যাবে এই ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩ জন, এপিক হেলথকেয়ারে ২ জন, পার্কভিউ হাসপাতালে ৩ জন এবং মেট্রোপলিটন হাসপাতালে ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
সংক্রমিতদের সবাই নগর এলাকার বাসিন্দা। জেলাশহরের বাইরে কোনো উপজেলা থেকে নতুন করে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি। চলতি জুন মাসে এখন পর্যন্ত মোট ৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ মানুষই উপসর্গ থাকা সত্ত্বেও পরীক্ষা করছেন না। তাছাড়া হাসপাতালগুলোর প্রস্তুতিও সীমিত। জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে মাত্র ২০টি বেড এবং তিনটি সচল ভেন্টিলেটর রয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তর যৌথভাবে সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে। মাস্ক ব্যবহার, জনসমাগম এড়িয়ে চলা এবং হাত পরিষ্কার রাখার বিষয়টি আবারও গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ আশঙ্কা করছে, জনগণ সচেতন না হলে সংক্রমণের হার আরও বাড়তে পারে। বিশেষ করে, করোনার নতুন কোনো ধরন ছড়িয়ে পড়লে পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠতে পারে।