Home চট্টগ্রাম কর্ণফুলী টানেলে বাস দুর্ঘটনায় আহত ১৫

কর্ণফুলী টানেলে বাস দুর্ঘটনায় আহত ১৫

ছবি: এ আই
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: কর্ণফুলী টানেলে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারাগামী বাসটি দুর্ঘটনার শিকার হয়।

কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পতেঙ্গা থেকে আনোয়ারার দিকে যাওয়ার পথে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীরা আহত হন। পরে টানেল নিরাপত্তা টিম ও অ্যাম্বুলেন্সের সহায়তায় তাদের আনোয়ারার নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। আহতদের কারও অবস্থা গুরুতর নয় বলেও তিনি জানান।

টানেলের অবস্থা সম্পর্কে তিনি আরও বলেন, বড় কোনো ক্ষতি না হলেও সাইড বোর্ডগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ইসলাম জানান, দুর্ঘটনার সময় হঠাৎ বাসটি দুলতে দুলতে দেয়ালে ধাক্কা খায় এবং মুহূর্তেই উল্টে যায়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকেন। কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় টানেল থেকে বের করে আনা হয়।

দুর্ঘটনার পর টানেলের ওই প্রান্তে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়া হলে পুনরায় স্বাভাবিক যান চলাচল শুরু হয়।