Home দিল্লি প্রেমের ফাঁদে কোটি টাকার প্রতারণা? সুন্দরী ডিএসপি কল্পনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

প্রেমের ফাঁদে কোটি টাকার প্রতারণা? সুন্দরী ডিএসপি কল্পনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

কল্পনা বর্মা

বিজনেসটুডে২৪ ডেস্ক: খাকি উর্দির আড়ালে প্রেমের নাটক এবং কোটি কোটি টাকার প্রতারণা—এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তোলপাড় ভারতের ছত্তীসগঢ়ের পুলিশ বিভাগ। খবরের শিরোনামে উঠে এসেছেন রাজ্যের মহিলা ডিএসপি কল্পনা বর্মা। রায়পুরের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী দীপক টন্ডন অভিযোগ করেছেন, প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে ওই ডিএসপি তাঁর কাছ থেকে নগদ দুই কোটি টাকাসহ বিপুল পরিমাণ উপহার হাতিয়ে নিয়েছেন এবং এখন উল্টো তাঁকেই ব্ল্যাকমেল করছেন।

কল্পনা বর্মা

প্রেম থেকে প্রতারণা: ঘটনার সূত্রপাত
অভিযোগকারী ব্যবসায়ী দীপক টন্ডনের দাবি, ডিএসপি কল্পনা বর্মার সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সেই ঘনিষ্ঠতার সুযোগ পুরোপুরি কাজে লাগান ওই নারী পুলিশ কর্মকর্তা। দীপক জানান, বিভিন্ন সময়ে নানা অজুহাতে কল্পনা তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করতেন। সম্পর্কের খাতিরে এবং বিশ্বাস করে তিনি ধাপে ধাপে প্রায় ২ কোটি টাকা নগদ ওই ডিএসপির হাতে তুলে দেন।

গয়না, আইফোন থেকে শুরু করে দামী গাড়ি
ব্যবসায়ীর অভিযোগপত্রে উঠে এসেছে আরও চমকপ্রদ তথ্য। তিনি দাবি করেন, শুধু নগদ টাকাই নয়, ডিএসপি কল্পনা বর্মা তাঁর কাছ থেকে নিয়েছেন লক্ষাধিক টাকার সোনার গয়না, লেটেস্ট মডেলের আইফোন এবং দামী ব্র্যান্ডের হাতঘড়ি। এমনকি নিজের ব্যবহারের জন্য দীপকের টাকায় কেনা দামী গাড়িও ব্যবহার করেছেন তিনি। দীপক পুলিশকে জানান, ভালোবাসার মানুষটির আবদার মেটাতে তিনি কার্পণ্য করেননি, কিন্তু তিনি ভাবতেও পারেননি এর পরিণাম এমন হবে।

টাকা ফেরত চাইতেই ব্ল্যাকমেল
দীপক টন্ডন জানান, সম্পর্কের অবনতি হলে তিনি তাঁর দেওয়া টাকা ও সামগ্রী ফেরত চান। অভিযোগ, এরপরই আসল রূপ ধারণ করেন ডিএসপি কল্পনা। টাকা ফেরত দেওয়া তো দূরের কথা, উল্টো নিজের ক্ষমতার অপব্যবহার করে তিনি ব্যবসায়ীকে হুমকি দিতে শুরু করেন। দীপকের দাবি, “টাকা চাইলেই তিনি আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন। জেলের ভয় দেখিয়ে আমাকে নিয়মিত ব্ল্যাকমেল করা হচ্ছে।”

পুলিশ প্রশাসনের প্রতিক্রিয়া
একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়েছে ছত্তীসগঢ় পুলিশ প্রশাসন। রায়পুরের কোতোয়ালি থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় এর নিরপেক্ষ তদন্ত শুরু হয়েছে। তদন্তে দোষ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তবে এখন পর্যন্ত অভিযুক্ত ডিএসপি কল্পনা বর্মা এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা।