Home Second Lead কাট্টলি টেক্সটাইলের পরিচালকদের সাড়ে ৩ কোটি টাকা জরিমানা

কাট্টলি টেক্সটাইলের পরিচালকদের সাড়ে ৩ কোটি টাকা জরিমানা

  • মিথ্যা তথ্য ও জাল ব্যাংক বিবরণী দাখিল
  • ব্যবস্থাপনা পরিচালক মো. এমদাদুল হক চৌধুরীকে এক কোটি টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এছাড়া এই কোম্পানির চেয়ারম্যান নাসরীন হক, পরিচালক মো. আনোয়ারুল হক চৌধুরী, মো. মোকাররম আনোয়ার চৌধুরী, ওয়াদুদা সাবরিনা ও সিফাত সাবরিনাকে পৃথকভাবে ৫০ লাখ টাকা করে মোট আড়াই কোটি টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চট্টগ্রামের কাট্টলী টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ছয় পরিচালককে মোট সাড়ে তিন কোটি টাকা জরিমানা করেছে।

বিএিইসি সূত্রে জানা যায়, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যবহারে মিথ্যা তথ্য জাল ব্যাংক বিবরণী দাখিলের দায়ে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

২০১৮ সালের নভেম্বর মাসে অভিহিত মূল্যে শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৩৪ কোটি টাকা সংগ্রহ করে কাট্টালী টেক্সটাইলস লিমিটেড। সংগৃহীত অর্থ দিয়ে ব্যবসা সম্প্রসারণে ভবন নির্মাণ নতুন যন্ত্রপাতি সংযোজন, জেনারেটর ক্রয় ব্যাংক ঋণ পরিশোধের কথা ছিল। চলতি বছরের অক্টোবরে তা সম্পন্ন হওয়ার কথা।

কোম্পানিটি আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থের যথাযথ ব্যবহার করেনি। আবার অর্থ উত্তোলনের কিছুদিন পর ২০১৯ সালের ফেব্রুয়ারিতে অর্থ ব্যবহার সংক্রান্ত বিষয়ে কমিশনে মিথ্যা তথ্য জাল ব্যাংক বিবরণী দাখিল করা হয়। এর মাধ্যমে কোম্পানিটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯এর ১৮ ধারা লঙ্ঘন করেছে

মো. এমদাদুল হক চৌধুরী

আইপিওর অর্থ ব্যবহারে মিথ্যা তথ্য জাল ব্যাংক বিবরণী প্রদানের দায়ে গতকাল বৃহস্পতিবার  কাট্টলী টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক মো. এমদাদুল হক চৌধুরীকে এক কোটি টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এছাড়া এই কোম্পানির চেয়ারম্যান নাসরীন হক, পরিচালক মো. আনোয়ারুল হক চৌধুরী, মো. মোকাররম আনোয়ার চৌধুরী, ওয়াদুদা সাবরিনা সিফাত সাবরিনাকে পৃথকভাবে ৫০ লাখ টাকা করে মোট আড়াই কোটি টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সব মিলিয়ে কোম্পানির এমডিসহ মোট ছয় পরিচালককে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে সাড়ে কোটি টাকা জরিমানা পরিশোধ করতে হবে।চট্টগ্রামের উত্তর কাট্টলীর কর্নেল জোনেস সড়কের চৌধুরী বাড়ির প্রবেশমুখে কাট্টলি টেক্সটাইল লিমিটেডের অবস্থান।

২০১৮ সালের ২৬ জুন কাট্টলি টেক্সটাইলকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩৪ কোটি টাকার মূলধন উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।  ১২ নভেম্বর ডিএসইতে শেয়ারটির লেনদেন শুরু হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৯৭ কোটি ৯০ লাখ টাকা।