Home নির্বাচন জামায়াত আমিরকে কুলাউড়ায় প্রার্থী হওয়ার আহ্বান বিএনপি নেতার

জামায়াত আমিরকে কুলাউড়ায় প্রার্থী হওয়ার আহ্বান বিএনপি নেতার

শওকতুল ইসলাম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মৌলভীবাজার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে নিজ জন্মস্থান মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছেন একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকু। মূলত জামায়াতের শীর্ষ নেতাকে ভোটের মাধ্যমে পরাজিত করে ‘ইতিহাস সৃষ্টি’র লক্ষ্যেই এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

গত রোববার রাতে কুলাউড়া পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শওকতুল ইসলাম এই আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই সভার আয়োজন করা হয়েছিল।

বক্তব্যে শওকতুল ইসলাম শকু বলেন, ‘ডা. শফিকুর রহমানের বাড়ি যেহেতু কুলাউড়া উপজেলার ভাটেরায়, তাই তিনি এর আগেও এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আসন্ন ত্রয়োদশ নির্বাচনেও তিনি যেন মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচনে অংশ নেন।’

ভোটের রাজনীতির সমীকরণ টেনে ধানের শীষের এই প্রার্থী বলেন, ‘জামায়াতে ইসলামী সংঘবদ্ধ দল; কিন্তু ভোটের ব্যাংকে তারা আমাদের সমকক্ষ নয়। আমি চাচ্ছি, জামায়াতের আমির যেন কুলাউড়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। উনাকে যদি ধানের শীষের মাধ্যমে পরাজিত করতে পারি, তাহলে বর্তমান প্রেক্ষাপটে কুলাউড়ায় একটি ইতিহাস সৃষ্টি হবে।’

তিনি আরও যোগ করেন, ‘এতে আমাদের নেতা তারেক রহমান বলবেন, আমাকে তো এই লোকের দরকার, যে জামায়াতের আমিরকে পরাজিত করে এসেছেন।’ তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুলাউড়া আসন থেকে চারদলীয় জোটের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন। তবে আসন্ন নির্বাচনে তিনি রাজধানী ঢাকার একটি আসন থেকে নির্বাচন করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

কুলাউড়া পৌর বিএনপি আয়োজিত ওই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, পৌর বিএনপি নেতা হারুনুর রশীদ, বিএনপি নেতা আব্দুল মুহিত চৌধুরী রিপন প্রমুখ।