বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মৌলভীবাজার: কুলাউড়া উপজেলার কর্মধাইউনিয়নের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শুকুরাম উরাং নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শুকুরাম (২৫) মুরইছড়া চা বাগান বস্তি এলাকার বাসিন্দা দাসনু উরাংয়ের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শুকুরাম উরাং দুপুরে সীমান্তবর্তী ১৮৪৪ নম্বর পিলারের কাছে তাদের কৃষিজমিতে কাজ করছিলেন এবং গৃহপালিত পশু দেখাশোনা করছিলেন। দুপুর দেড়টার দিকে ভারতের দিক থেকে বিএসএফ সদস্যরা তার দিকে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি কিছুদূর দৌড়ে এসে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা শাহজান কবির বলেন, শুকুরাম উরাং গুলিবিদ্ধ হওয়ার পর সীমান্ত এলাকা থেকে দৌড়ে এসে মাটিতে পড়ে গেলে তাঁরা তাকে পানি দেন। তখন তিনি এখনও সচেতন ছিলেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, শুকুরাম ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ১৫ থেকে ২০ দিন আগে তিনি ছুটিতে বাড়ি এসে পরিবারের কৃষিকাজে সহযোগিতা করছিলেন।
কুলাউড়া সদর হাসপাতালের চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই যুবকটির মৃত্যু ঘটে। কুলাউড়া থানার ওসি ওমর ফারুক বলেন, লাশ সুরতহালের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।










