Home বিনোদন নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে যৌন হয়রানির বিস্ফোরক অভিযোগ

নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে যৌন হয়রানির বিস্ফোরক অভিযোগ

ফটোশুটের আড়ালে লালসা

বিনোদন ডেস্ক:
গ্ল্যামার জগতের ঝলমলে আলোর নিচে যে অন্ধকার গলি রয়েছে, তা আরও একবার প্রকাশ্যে এলো। এবার সরাসরি এক নামকরা কোরিওগ্রাফারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুললেন জনপ্রিয় মডেল নাজমি জান্নাত। তবে ভুক্তভোগী তিনি নিজে নন, তার ছোট ভাই এবং উদীয়মান মডেল মাহমুদুল হাসান।
চেঞ্জিং রুমের সেই ভয়াবহ অভিজ্ঞতা নাজমি জান্নাতের অভিযোগ অনুযায়ী, একটি নামী ব্র্যান্ডের ফটোশুটের সময় তার ভাইকে আলাদা করে চেঞ্জিং রুমে ডেকে নেন ওই প্রভাবশালী কোরিওগ্রাফার। সেখানে কাজের দোহাই দিয়ে তার শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করার চেষ্টা করা হয়।
নাজমি তার ফেসবুক পোস্টে জানান, ওই ব্যক্তি তার ভাইকে সরাসরি বলেন, ‘একটু ধরতে পারি? মাপ নিতে দিবা?’ যখন মাহমুদুল হাসান এই কুপ্রস্তাবে রাজি হননি, তখন তাৎক্ষণিকভাবে তাকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয় এবং অপমানজনকভাবে বলা হয়— ‘তোমাকে দিয়ে কিছু হবে না।’
‘নাম বললে সবাই চিনবে’ অভিযুক্ত ব্যক্তির নাম জনসমক্ষে আনেননি নাজমি। তবে তার ইঙ্গিত অত্যন্ত স্পষ্ট— ব্যক্তিটি ইন্ডাস্ট্রিতে অত্যন্ত ক্ষমতাবান এবং সুপরিচিত।
নাজমি বলেন, “আমি আজ নাম নিচ্ছি না, কিন্তু নাম বললে সবাই তাকে এক নামে চিনবে। তার ক্ষমতা এবং পরিচিতি দুটোই আছে, যা দিয়ে তিনি নবাগতদের ক্যারিয়ার নিয়ন্ত্রণ করেন।”
সম্মান বনাম শর্টকাট ক্যারিয়ার নিজের দীর্ঘ ক্যারিয়ারের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করে নাজমি ক্ষোভ উগরে দিয়ে বলেন, “অনেকেই আমাকে জিজ্ঞেস করে আমি কেন আরও উপরে উঠতে পারিনি। আজ বলছি— কারণ আমি শর্টকাট খুঁজিনি, কোনো নোংরামিতে আপস (Compromise) করিনি।”
তিনি প্রশ্ন তোলেন, কবে শেষ হবে এই অসুস্থ সংস্কৃতি? কেন মেধাকে বাদ দিয়ে শরীরী মাপকাঠি দিয়ে কাজ বিচার করা হবে?
ইন্ডাস্ট্রির লজ্জা নাজমির মতে, কিছু ভালো মানুষের কারণে এই ইন্ডাস্ট্রি টিকে আছে, কিন্তু গুটিকয়েক প্রভাবশালী ব্যক্তির লালসার কারণে পুরো অঙ্গন আজ কলঙ্কিত। তিনি মনে করেন, সম্মানের বিনিময়ে যদি কাজে টিকে থাকতে হয়, তবে সেই দায়ভার পুরো ইন্ডাস্ট্রির।
এই ঘটনায় শোবিজ অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা ওই ‘প্রভাবশালী’ কোরিওগ্রাফারের পরিচয় প্রকাশের দাবি তুলছেন।