বিনোদন ডেস্ক:
বলিউড ও টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান জীবনযুদ্ধে যেমন সাহসী, তেমনই ব্যক্তিগত জীবনেও নিলেন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ক্যানসারের বিরুদ্ধে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি, সেই সময়েই জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করলেন হিনা। দীর্ঘ ১৩ বছরের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে সম্প্রতি আইনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।
বিয়ে হয়েছে একেবারে ঘরোয়া পরিবেশে, খুব সীমিত পরিসরে। কিন্তু সে বিয়ের আবেদন আর ভালোবাসার ছাপ স্পষ্ট হিনার শেয়ার করা ছবিগুলিতে। ইনস্টাগ্রামে নিজের বিয়ের মুহূর্তের ছবি শেয়ার করে হিনা লেখেন,”দুটি ভিন্ন জগৎ থেকে এসে আমরা ভালোবাসার এক মহাবিশ্ব গড়ে তুলেছি। পার্থক্য হারিয়ে গিয়ে হৃদয় এক হয়েছে, আর আজীবনের জন্য এক বন্ধনে আবদ্ধ হয়েছি। আমরা একে অপরের ঘর, আলো ও আশা। সমস্ত বাধা অতিক্রম করে আজ আমাদের ভালোবাসা আইনি স্বীকৃতি পেয়েছে। স্ত্রী ও স্বামী হিসেবে আমরা সকলের আশীর্বাদ কামনা করি।”
ছবিতে হিনাকে দেখা যাচ্ছে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার ডিজাইন করা ওপাল সবুজ শাড়িতে, সঙ্গে রয়েছে রূপা ও হীরের দুল-হার। রকি পরেছেন সাদা রঙের শেরওয়ানি। ছবির পরতে পরতে ধরা পড়েছে এক গভীর সম্পর্কের পরিণতির আবেগ।
প্রসঙ্গত, হিনা ও রকির প্রথম দেখা হয় ২০০৯ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা ক্যায়া কহেলতা হ্যায়’-এর সেটে। রকি ছিলেন ওই ধারাবাহিকের লাইন প্রযোজক। তখন থেকেই শুরু হয় বন্ধুত্ব, ধীরে ধীরে প্রেমে রূপ নেয় সম্পর্ক। ২০১৭ সালে প্রথম প্রকাশ্যে আসে তাঁদের প্রেমের কথা।
সম্প্রতি হিনা নিজের ইনস্টাগ্রামে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আনেন। চিকিৎসার নানা পর্যায় পেরিয়ে হিনা এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। এই কঠিন সময়েও রকি সবসময় তাঁর পাশে থেকেছেন একজন সঙ্গী, বন্ধু এবং নির্ভরতার প্রতীক হয়ে। আর এবার সেই সঙ্গীকেই আইনত স্বামী করলেন হিনা খান।
এই সাহসী সিদ্ধান্ত, ভালোবাসার টিকে থাকা এবং জীবনের প্রতি হিনার অটুট বিশ্বাস আজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে।
🔗 আপনিও এই আবেগঘন খবরটি শেয়ার করুন, জানিয়ে দিন প্রেম এবং সাহস কিভাবে সব বাধা জয় করে।
❤️ লাইক দিন, মন্তব্যে হিনার জন্য শুভেচ্ছা জানান।