স্পোর্টস ডেস্ক;
আন্তর্জাতিক ফুটবলে প্রথম শিরোপার স্বাদ পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। মাত্র ১৪ বছর বয়সেই বাবার পথ অনুসরণ করে পর্তুগালের জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। ব্লাতকো মার্কোভিচ অনূর্ধ্ব–১৫ আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে তার দুর্দান্ত জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ৩–২ ব্যবধানে হারিয়ে শিরোপা ছিনিয়ে নেয় পর্তুগাল।
ম্যাচের ১৩তম মিনিটেই গোলের খাতা খোলেন রোনালদো জুনিয়র। আন্তর্জাতিক ক্যারিয়ারে সেটাই ছিল তার প্রথম গোল। গোল করার পর বাবার বিখ্যাত ‘সিউ’ উদযাপন অনুকরণ করেন তিনি। মাঠে তখন উচ্ছ্বাসে মেতে ওঠে দর্শকরা। প্রথমার্ধের শেষ দিকে আরও একটি গোল করে দলকে আবারও এগিয়ে দেন জুনিয়র। পরে রাফায়েল কাবরালের একটি গোল পর্তুগালকে শিরোপা নিশ্চিত করে দেয়।
বাবা ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়া থেকেই নিজের পথ তৈরি করছেন এই কিশোর। জন্মসূত্রে তিনি স্প্যানিশ নাগরিক হলেও জাতীয় পর্যায়ে পর্তুগালকেই বেছে নেন। এর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন তিনি।
ফাইনালের পারফরম্যান্স দেখে মুগ্ধ ইউরোপের অনেক ক্লাব। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার ইতোমধ্যে তার প্রতি আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যমগুলো। অনেকেই বলছেন, বাবার ফুটবল-গুণ যেন তার শরীরেও প্রবাহিত হচ্ছে।
সামাজিক মাধ্যমে ছেলের এই সাফল্যে গর্ব প্রকাশ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি লিখেছেন, ‘গোলের পর তোমার উদযাপন দেখে যেন নিজেকেই দেখলাম। তুমি আমার গর্ব।’
বিশ্ব ফুটবল পর্যবেক্ষকদের মতে, রোনালদো জুনিয়র যদি এই ধারায় এগিয়ে যান, তাহলে আগামী এক দশকের মধ্যে তিনি হয়ে উঠতে পারেন পর্তুগালের নতুন তারকা। এই টুর্নামেন্টের সাফল্যই তার ভবিষ্যতের ভিত হয়ে থাকবে।