Home First Lead সব ধরনের চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া

সব ধরনের চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া

বিজনেসটুডে২৪  প্রতিনিধি, ঢাকা: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে নতুন করে কথা বলেছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া চিকিৎসকদের দেওয়া সব ধরনের চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তা মেইন্টেইন করছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, বিভিন্ন স্থানে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যেসব গুজব ও ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে, তা পর্যালোচনা করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার সব ধরনের তদারকি করছেন। তিনি দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

তিনি হাসপাতাল কর্তৃপক্ষ, অন্তর্বর্তী সরকার এবং বন্ধুপ্রতিম দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া অত্যন্ত প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, মানুষের ভালোবাসা ও প্রার্থনার শক্তিতে খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভ করবেন।

গুজব প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সব তথ্য দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং তিনি নিজেই ব্রিফ করবেন। তিনি অনুরোধ করেন, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে অন্য কারো কথায় কান না দিতে এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকতে। তার ভাষায়, সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে এবং খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করতে হবে।