বিজনেসটুডে২৪ প্রতিনিধি, টাঙ্গাইল: চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে ভুলবশত টাঙ্গাইলে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এক যুবতী। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে চট্টগ্রামগামী ট্রেনে ওঠার ইচ্ছা থাকলেও ভুল করে উত্তরবঙ্গগামী দ্রুতযান এক্সপ্রেসে উঠে পড়েন তিনি। ট্রেনে ঘুমিয়ে পড়ার পর জেগে ওঠে যাত্রীদের কাছ থেকে জানতে পারেন তিনি ভুল ট্রেনে উঠেছেন। তখন সামনে ছিল টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশন। যাত্রীদের পরামর্শে সেখানে নেমে পুলিশের সহায়তা চাইলে ঘটে জীবনের এক ভয়াবহ ঘটনা।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন উর রশীদ জানান, ভুক্তভোগী নারী নাসিরনগরের বাসিন্দা এবং তিনি বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করেন। শুক্রবার রাতে ভুল করে দ্রুতযান এক্সপ্রেসে ওঠেন। ট্রেনে ঘুমিয়ে পড়ার পর রাত সাড়ে বারোটার দিকে ঘারিন্দা স্টেশনে নামেন এবং সেখানকার জিআরপি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।
এ সময় কালিহাতী উপজেলার সল্লা এলাকায় একটি দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশের দলটি অন্যত্র চলে যায়। যাওয়ার আগে একজন পুলিশ সদস্য স্টেশনে থাকা অটোরিকশাচালক দুলাল চন্দ্রকে অনুরোধ করেন, যেন তিনি ওই নারীকে ঢাকাগামী ট্রেনে উঠিয়ে দেন। কিন্তু দুলাল সেই আস্থার সুযোগ নিয়ে তাকে স্টেশনের পেছনে কাঠবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

এরপর দুলাল তাকে টাঙ্গাইল সদর থানার ব্রাহ্মণকুশিয়া এলাকার রুপু মিয়ার বাড়িতে নিয়ে যায়। সেখানে রুপু মিয়া এবং সজীব খান মিলে ওই নারীকে আবারও ধর্ষণ করে। পরে গভীর রাতে তিনি কোনোমতে রেলস্টেশনে ফিরে এসে পুলিশকে পুরো ঘটনা জানান।
খবর পেয়ে টাঙ্গাইল জেলা পুলিশের একটি দল শনিবার সকালে অভিযান চালিয়ে দুলাল চন্দ্র দাশ, রুপু মিয়া ও সজীব খানকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তিনজনই অটোরিকশা চালকের পেশায় যুক্ত।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে। ঘটনার তদন্ত চলছে এবং অপরাধীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি।
এই ঘটনায় গোটা এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, পুলিশের সামনেই এমন একটি মানবিক দুর্ঘটনা ঘটল, অথচ তারা পর্যাপ্ত সহায়তা দিতে পারল না কেন? বিশেষ করে একজন নারী, যিনি ভ্রমণে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, তাকে যদি নিরাপত্তা দেওয়া না যায় তবে সাধারণ মানুষ কোথায় যাবে?
এ ধরনের সংবেদনশীল ও মানবিক ঘটনা সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে ভিজিট করুন businesstoday24.com।