Home Third Lead শত বছর চেষ্টায়ও জামায়াত পারবে না: হাবিব

শত বছর চেষ্টায়ও জামায়াত পারবে না: হাবিব

ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, শত বছর চেষ্টা করেও জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনই আমাদের প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)-এর উদ্যোগে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, একাত্তরের গণহত্যাকারীদের বিচার নিয়ে জামায়াতে ইসলামী মন খারাপ করেছে। এখন তারা বলছে, জুলাই সনদ ও বিচার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তারা নাকি ভোট ঠেকিয়ে দেবে। কিন্তু জামায়াতে ইসলামী শত চেষ্টা করেও কোনোভাবেই নির্বাচন ঠেকাতে পারবে না।

তিনি বলেন, চরমোনাইসহ যে দল নিয়েই তারা রাজপথে নামুক, তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। শত বছর চেষ্টা করেও জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না।

হাবিব আরও বলেন, জামায়াতে ইসলাম যদি নির্বাচন ঠেকাতে চায়, তবে বাংলার জনগণ তাদের পাকিস্তানে পাঠিয়ে দেবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো পাকিস্তানি রাজাকার যেন স্থান না পায়—সেই লক্ষ্যে সবাইকে সচেতনভাবে কাজ করতে হবে।

একই বৈঠকে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, এক বছর অতিবাহিত হলেও দেশে এখনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এতে দেশের অনেক ক্ষতি হয়েছে। অর্থনীতিরও বড় ধরনের ক্ষতি হয়েছে। এই সুযোগে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।

তিনি বলেন, তাই আর দেরি নয়। অবিলম্বে নির্বাচন কমিশনকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই এখন জাতির একমাত্র প্রত্যাশা।