Home সারাদেশ মাটিরাঙ্গায় বিজিবি-ইউপিডিএফ গোলাগুলি, অস্ত্র উদ্ধার

মাটিরাঙ্গায় বিজিবি-ইউপিডিএফ গোলাগুলি, অস্ত্র উদ্ধার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, খাগড়াছড়ি:  মাটিরাঙ্গার সীমান্তবর্তী তং এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল দলের সঙ্গে ইউপিডিএফ (মূল) দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও এতে কেউ হতাহত হয়নি বলে জানানো হয়েছে।

সোমবার দুপুরে বিজিবির যামিনী পাড়া জোনের অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ ইবনে হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, মাটিরাঙ্গা উপজেলার পুং পাড়া ইউনিয়নের তং পাড়া এলাকায় টহলরত বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর সদস্যরা গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ পর সন্ত্রাসীরা পিছু হটে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল ঘিরে অভিযান চালিয়ে বিজিবি দুটি রাইফেল, একটি পিস্তল, একটি শর্টগান এবং ১৬ রাউন্ড গুলি জব্দ করে। এছাড়া ফেলে যাওয়া আরও কিছু সরঞ্জামও উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এদিকে ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে ইউপিডিএফ। সংগঠনটির খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এক প্রতিক্রিয়ায় বলেন, “আমাদের কোনো কর্মী এ ঘটনার সঙ্গে জড়িত নয়। আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী এবং পার্বত্য চট্টগ্রামের জনমানুষের প্রতিনিধিত্ব করি। আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।”

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং রাজনীতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠনের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে থাকে।