Home Second Lead গ্যান্ট্রি সচল, পুটনাম রাতে বন্দর ছাড়ছে

গ্যান্ট্রি সচল, পুটনাম রাতে বন্দর ছাড়ছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ( এনসিটি ) ৪-এ স্থাপিত ১৩ নম্বর গ্যান্ট্রিক্রেন সচল হয়েছে।

বিকল হওয়ার প্রায় ৩৮ ঘণ্টা পর চালু হয়েছে আজ সোমবার বেলা ১১ টা ৪০ মিনিটে। শনিবার রাত ৯ টা ২০ মিনিটের সময় ক্রেনটির ওয়্যার ছিঁড়ে যায়। তাতে ক্রেনটি অচল হয়ে পড়ে এবং নোঙর করা জাহাজ পুটনাম ৯ থেকে কন্টেইনার খালাস ব্যাহত হয়। জাহাজটির আজ সকালে এনসিটি ত্যাগের সিডিউল ছিল। আজ রাতে বন্দর ত্যাগ করবে বলে স্থানীয় এজেন্ট বিএস কার্গো এজেন্সি লিমিটেডের জেনারেল ম্যানেজার এম খায়রুল ইসলাম জানিয়েছেন।