বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুষ্টিয়া: আসামি ধরতে গিয়ে দুর্বৃত্তের আক্রমণের শিকার হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) এক উপপরিদর্শক। ধারালো বটির আঘাতে গুরুতর আহত হন এসআই ইসরাফিল হোসেন। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ ও তার ছেলে শাহরিয়ার প্রণয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার ছয় রাস্তার মোড়ে এই হামলার ঘটনা ঘটে। আহত এসআই ইসরাফিলকে কুষ্টিয়া আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদ। একই সঙ্গে তিনি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সাবেক পরিচালকও ছিলেন। এই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ডিবির একটি দল অভিযান চালায়।
হারুনুর রশিদকে বাড়ির সামনে দেখা মাত্রই তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ সদস্যরা ধাওয়া করে তার বাড়ির পাশে গেলে হঠাৎ করেই ছেলে শাহরিয়ার প্রণয় ছুটে এসে পুলিশের ওপর হামলা চালায়। এরপর পিতা ও পুত্র মিলে ধারালো বটি দিয়ে উপপরিদর্শক ইসরাফিল হোসেনকে উপর্যুপরি কুপিয়ে জখম করে।
ডিবি পুলিশের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে অতিরিক্ত পুলিশ এসে অভিযুক্ত হারুনুর রশিদ ও তার ছেলে প্রণয়কে আটক করে। এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
ঘটনার বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, “ঘটনার পরপরই আমরা অভিযুক্তদের গ্রেপ্তার করেছি। আহত ডিবি কর্মকর্তার চিকিৎসা চলছে। পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।”
স্থানীয় বাসিন্দাদের অনেকে বলছেন, হারুনুর রশিদ এলাকায় রাজনৈতিক প্রভাবশালী হিসেবেই পরিচিত। কিন্তু প্রকাশ্য দিবালোকে পুলিশের ওপর এমন বর্বরোচিত হামলায় তারা বিস্মিত। তদন্তের স্বার্থে পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের নামও খতিয়ে দেখছে।
অন্যদিকে রাজনৈতিক পরিচয়ের দোহাই দিয়ে কোনোভাবেই এমন অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছে জেলা পুলিশ। হামলার শিকার এসআই ইসরাফিল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল হলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।