বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: চকরিয়ায় রেললাইন যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে এখানে ট্রেনে কাটা পড়ে আরও এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পালাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রেজু আরা বেগম (৫২)। তিনি দুর্ঘটনাস্থল সংলগ্ন এলাকার গোলাম কাদেরের স্ত্রী।
কক্সবাজার আইকনিক স্টেশনের নিরাপত্তায় নিয়োজিত রেলওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শাহজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রেজু আরা বেগম পালাকাটা এলাকায় রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় চট্টগ্রাম দিক থেকে আসা কক্সবাজারগামী ‘সৈকত এক্সপ্রেস’ ট্রেনটি তাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় ওই নারীর শরীর ক্ষত-বিক্ষত হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজালাল জানান, দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত নারীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্বেগের বিষয় হলো, চকরিয়ায় রেললাইনে মৃত্যুর ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। এর আগে গতকাল সোমবার সকালেই উপজেলার হারবাং এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। এ নিয়ে গত এক মাসে শুধুমাত্র চকরিয়া এলাকাতেই ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটল। ঘন ঘন এমন দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।










