সম্প্রতি একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে এক কারখানা মালিকের সঙ্গে তার কথোপকথন প্রকাশ্যে আসে। অডিওতে শোনা যায়, রিয়াদ চৌধুরী ওই মালিকের কাছে চাঁদা দাবি করেন এবং না দিলে কারখানা পুড়িয়ে দেওয়ার হুমকি দেন।
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: নারায়ণগঞ্জের আলোচিত বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে চাঁদাবাজির অভিযোগের পরিপ্রেক্ষিতে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে থাইল্যান্ড পালিয়ে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
রিয়াদ চৌধুরী ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে ফতুল্লা এলাকার বিভিন্ন তৈরি পোশাক কারখানা থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ উঠে আসছিল।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট প্রত্যুষ কুমার মজুমদার জানান, রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে চাঁদা দাবির গুরুতর অভিযোগ রয়েছে। সম্প্রতি একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে এক কারখানা মালিকের সঙ্গে তার কথোপকথন প্রকাশ্যে আসে। অডিওতে শোনা যায়, রিয়াদ চৌধুরী ওই মালিকের কাছে চাঁদা দাবি করেন এবং না দিলে কারখানা পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অডিওটি ভাইরাল হওয়ার পর রিয়াদ চৌধুরী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে আজ সকালে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনি। থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময়ই তাকে আটক করা হয়।
জেলা পুলিশ সুপার জানান, ‘তার বিরুদ্ধে এখনও মামলা হয়নি। অভিযোগ যাচাই ও তদন্ত শেষে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হবে এবং আদালতে তোলা হবে।’
বিএনপি’র পক্ষ থেকেও এই ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া জানানো হয়। সকাল ১১টার দিকে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রমাণ পাওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দলের পক্ষ থেকে আরও জানানো হয়, এ ধরনের অনৈতিক ও অবৈধ কার্যকলাপ বিএনপি কোনোভাবেই বরদাশত করবে না।
রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারের ঘটনাটি স্থানীয় রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। ইতিমধ্যে ফতুল্লা ও নারায়ণগঞ্জ জুড়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।