Home Second Lead চিটাগাং চেম্বার ভোটের প্রস্তুতি শুরু, তফসিল প্রকাশ

চিটাগাং চেম্বার ভোটের প্রস্তুতি শুরু, তফসিল প্রকাশ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়েছে । মনোনয়ন ফরমের মূল্য ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) নির্বাচন সংক্রান্ত নোটিশ জারি করা হয়। ভোট আগামী ১ নভেম্বর। এইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভোট গ্রহণ করা হবে।

প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ হবে ৭ সেপ্টেম্বর, আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১৪ সেপ্টেম্বর সকাল ১০টায়। মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে একই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সংগ্রহের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর দুপুর ১টা। মনোনয়ন জমা নেওয়া হবে ২১ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় এবং বৈধ মনোনয়নের তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ অক্টোবর দুপুর ১টা। আর চূড়ান্ত প্রার্থী  তালিকা প্রকাশ হবে একই দিন বিকেল ৩টায়।

 ভোট গণনা করা হবে ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই। গণনাশেষে ফলাফল ঘোষণা করা হবে। এরপর আপিল প্রক্রিয়া সম্পন্ন করে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবেন।

সিসিসিআই জানিয়েছে, ভোটার তালিকা চেম্বারের নোটিশ বোর্ডে দেখা যাবে এবং চূড়ান্ত ভোটার তালিকা ৫ হাজার টাকায় কেনা যাবে। মনোনয়ন ফরমের মূল্য ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত যেকোনো প্রক্রিয়া নির্ধারিত তারিখে না হলে পরের কার্যদিবসে তা অনুষ্ঠিত হবে।