ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশনের অংশগ্রহণে বাধা নেই
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) ২০২৫-২০২৬ এবং ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠানের পথে আর কোনো আইনি বাধা রইল না।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এক আদেশে নির্বাচনের ওপর আগের স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে নির্বাচনে ট্রেড গ্রুপ এবং টাউন অ্যাসোসিয়েশনগুলোর অংশগ্রহণের পথ সুগম হলো।
সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা খান স্বাক্ষরিত ‘ল ভ্যালি’ (Law Valley) ল ফার্মের এক প্রত্যয়নপত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, হারবিস কনভার্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বেলাল গত ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত একটি মেমোকে (স্মারক নং ২৬.০০.০০০০.১৫৬.০২৪.৯০(অংশ ২).২২৭) চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন (নং ১৬৯৭৬/২০২৫) দায়ের করেছিলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের ওই আদেশে যথাযথভাবে সদস্যপদ নবায়নকারী ট্রেড গ্রুপ এবং টাউন অ্যাসোসিয়েশনগুলোকে আসন্ন চট্টগ্রাম চেম্বার নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল।
রিটের প্রেক্ষিতে হাইকোর্ট প্রথমে বিষয়টির ওপর স্থগিতাদেশ দিলেও, আজ ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে দীর্ঘ শুনানির পর আদালত রুলটি খারিজ (Discharge) করে দেন। একইসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশের ওপর হাইকোর্টের দেওয়া পূর্ববর্তী স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।
হাইকোর্টের এই রায়ের ফলে গত ৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া আদেশটি বর্তমানে পূর্ণ আইনগতভাবে বলবৎ রয়েছে। আইনজীবীর দেওয়া প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে, “যেহেতু স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে, তাই চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২০২৬ এবং ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচন আয়োজনে এবং এতে ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশনগুলোর অংশগ্রহণে আর কোনো বাধা নেই।”
এই রায়ের ফলে চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনটির নির্বাচন নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা দূর হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।










