বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম:চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
তিনি বলেন, “আদালতে দীর্ঘ শুনানি হয়েছে। পরে বিচারক জামিন আবেদন খারিজ করে দেন।”
চিন্ময়ের পক্ষে শুনানিতে অংশ নেন ঢাকার প্রবীণ আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বাধীন একটি আইনজীবী দল। জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বরে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। আগত বিচারপ্রার্থীদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদও করা হয়।
চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে যেসব মামলায় জামিন আবেদন করা হয়েছিল, তার মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা। ২০২৪ সালের ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষ চলাকালে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় আলিফকে।
নিহত আলিফের বাবা জামাল উদ্দিন পরদিন কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, ককটেল বিস্ফোরণ, বিচারপ্রার্থীদের ওপর আক্রমণসহ আরও পাঁচটি মামলা দায়ের করা হয়।
চিন্ময় কৃষ্ণ দাসকে ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার কলাবাগান এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে, একই বছরের ৩১ অক্টোবর চান্দগাঁও থানার মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করেন চিন্ময়সহ ১৯ জনের বিরুদ্ধে। অভিযোগ ছিল, তারা জাতীয় পতাকা অবমাননা করেছেন।