Home First Lead চীন ছাড়ার ২১ দিনের মধ্যে চট্টগ্রামে জাহাজের পণ্য খালাস নয়

চীন ছাড়ার ২১ দিনের মধ্যে চট্টগ্রামে জাহাজের পণ্য খালাস নয়

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: চীন ছেড়ে আসা জাহাজ থেকে ২১ দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে কোন পণ্য খালাস হবে না।

আজ বৃহস্পতিবার বার্থিং সভায় এ ঘোষণা দেয়া হয়েছে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে। বন্দর ভবনে অনুষ্ঠিত বার্থিং সভায় শিপিং এজেন্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জানানো হয়, চীনের কোন বন্দর থেকে ছেড়ে আসার পর যতদিনে জাহাজ পৌঁছুক না কেন, ছেড়ে আসার পর ২১ দিন অতিবাহিত হলে বহির্নোঙরে বা জেটিতে পণ্য খালাস করতে হবে।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে। তবে, বন্দর প্রশাসন এ ব্যাপারে কোন সার্কুলার দেয়নি। শিপিং এজেন্ট প্রতিনিধিরা বন্দরকে সার্কুলার করার জন্য বন্দরকে আহ্বান জানান।

যোগাযোগ করা হলে বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানিয়েছেন, মৌখিকভাবে বার্থিং সভায় তা জানানো হয়েছে। তবে, ২১ দিন নয়। চিনের বন্দর থেকে যাত্রা শুরুর ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পর পণ্য খালাসের কথা জানানো হয়েছে। তবে, সে রকম কোন সিদ্ধান্ত এখনও হয়নি বলে উল্লেখ করেন তিনি।

চীনের বন্দর থেকে ছেড়ে আসার ১৪/১৫ দিনে জাহাজ পৌঁছে চট্টগ্রামে।

বন্দর কর্তৃপক্ষ ইতিপূর্বে বেশ কিছু ব্যবস্থা হিসেবে সতর্তামূলক ব্যবস্থা হিসেবে। সব বাণিজ্যিক জাহাজ বহির্নোঙরে পর এর ‘মাস্টার ও সব নাবিক করোনাভাইরাসমুক্ত’ থাকার বিষয়টি ডিক্লারেশনের সাথে সংযোজন করতে হয় স্থানীয় এজেন্টকে। আর চীন থেকে আসা সব জাহাজের নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় বহির্নোঙরে।

বন্দর স্বাস্থ্য কর্মকতা মোতাহার হোসেন জানিয়েছেন, এখন পর্যন্ত কোন নাবিকের করোনাভাইরাস বা অনুরূপ কোন অসুস্থতার লক্ষণ পাওয়া যায়নি।