Home কক্সবাজার বাঁকখালিতে তরুণ তরুণীদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস

বাঁকখালিতে তরুণ তরুণীদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস

রামুতে চৈত্র সংক্রান্তিতে বৌদ্ধ স্নান ও জলকেলি উৎসব

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: রবিবার কাকডাকা ভোরে রামুতে চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে বৌদ্ধ স্নান ও জলকেলি উৎসব হয়েছে। মহামতি গৌতম বুদ্ধকে স্নান করিয়ে পুরাতন বছরকে বিদায় জানিয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

বুদ্ধ স্নান শেষ করে বাঁকখালি নদীতে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে উঠেছেন বৌদ্ধ তরুণ তরুণীরা। শতবছর ধরে রামুতে এই বৌদ্ধস্নান ও জলকেলি, খৈ নাড়ু, পিঠাপুলি খাওয়া, ফটকা বাজী ফুটিয়ে, রঙের ছড়াছড়ি রঙখেলার উদ্যম উচ্ছ্বাস আর নাছগানের সমারোহে দিনটি উদযাপন করে আসছেন বলে জানান রামুর বৌদ্ধ সম্প্রদায় ও স্হানীয় জনগোষ্ঠী।

https://sangbad.net.bd/images/2025/April/13Apr25/news/IMG-20250413-WA0031.jpg

পুরাতন বছরের শত ব্যর্থতা, দূঃখ-জরা, তাপ-গ্লানি আর মন্দ-অশুভ সব মুছে যাবে বিহু ফুলস্নাত জলের ছিটা আর স্রোতে। নতুন দিন পহেলা বৈশাখ বয়ে আনবে শান্তির স্রোতধারা ও মুক্তির জয়গান এমনটাই প্রত্যাশা সকলের।

চৈত্র মাসের শেষ দিনে শুভ বিজু বা সাংগ্রাই নতুন সূর্যের আগমণ ও আলোকচ্ছটায় সকল জীবের জীবনকে আলোকিত ও সুখী করুক শুভ চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা।

https://sangbad.net.bd/images/2025/April/13Apr25/news/IMG-20250413-WA0030.jpg