Home সারাদেশ সুনামগঞ্জে ১ কোটি ৫৫ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক

সুনামগঞ্জে ১ কোটি ৫৫ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সুনামগঞ্জ: রক্তি নদীতে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে একটি স্টিল বডি নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ ৫ হাজার ৬০০ টাকা।

শনিবার ভোররাতে জেলার শান্তিগঞ্জ উপজেলার রক্তি নদীর নেয়ামতপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এই অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় ফুসকা, সিরামিক কাপ-পিরিচ, কাচের গ্লাস, জিলেট ব্লেড ও বাসমতি চালসহ মালিকবিহীন একটি স্টিল বডি নৌকা জব্দ করা হয়।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবির তথ্য মতে, অভিযানে মোট ১২,৩২৩ কেজি ভারতীয় ফুসকা, ১৬৯ পিস সিরামিক কাপ, ২৫৬ পিস সিরামিক পিরিচ, ৪৬৮ পিস কাচের গ্লাস, ২ লাখ ১০ হাজার পিস জিলেট ব্লেড এবং ৬০০ কেজি বাসমতি চাল আটক করা হয়।

পণ্যের মূল্য হিসেবে স্টিল বডি নৌকার মূল্য ৬০ লাখ টাকা, ফুসকা ৩০ লাখ ৮০ হাজার ৭৫০ টাকা, কাপ-পিরিচ ও কাচের গ্লাস ১ লাখ ৮৪ হাজার ৮৫০ টাকা, জিলেট ব্লেড ১০ লাখ ৫০ হাজার টাকা এবং বাসমতি চালের মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

অভিযানে অংশ নেন শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট তালহা জোবায়েরের নেতৃত্বে সেনাবাহিনীর ১০ জন সদস্য এবং বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ১৪ জন সদস্য, সর্বমোট ২৪ জন।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান চলছে। জব্দকৃত পণ্যগুলো শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।