Home জাতীয় শেষ হলো রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান

শেষ হলো রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর রমনার বটমূলে আয়োজিত ছায়ানটের নতুন বর্ষবরণ অনুষ্ঠান শেষ হয়েছে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে।

 ভোর ৬টার পর এবারের অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে সকাল সাড়ে ৮টায় শেষ হয় এ অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেছেন নারী-পুরুষ মিলে প্রায় দেড় শতাধিক শিল্পী। ৯টি সম্মিলিত গান, ১২টি একক কণ্ঠের গান ও ৩টি পাঠসহ মোট ২৪টি পরিবেশনা হবে এবারের অনুষ্ঠানে।