বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে আন্দোলন থামাতে সাইফ পাওয়ারটেক থেকে টাকা চাওয়াসহ বিভিন্ন সময় চাঁদাবাজিতে অভিযুক্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সোমবার দিবাগত রাত দুইটার দিকে এনসিপি’র অফিশিয়াল ফেসবুক পেজে এই বহিষ্কার আদেশ দেওয়া হয়। এতে সাময়িক বহিষ্কারের পাশাপাশি কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এর লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এতে বলা হয়, তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় দলীয় সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল-আমিনের কাছে জমা দিতে হবে।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, বহিষ্কারের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
নিজাম উদ্দিনের বিরুদ্ধে সাম্প্রতিক অভিযোগের সূত্র মেলে গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দেড় মিনিটের একটি ভিডিও থেকে। সেখানে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আফতাব হোসেন রিফাতের সঙ্গে মেসেঞ্জার কলে কথা বলছেন নিজাম। ভিডিওতে তাকে চট্টগ্রাম বন্দরের আন্দোলন বন্ধে পাঁচ লাখ টাকা চাওয়ার পাশাপাশি আরও অর্থ নেওয়ার পরামর্শ দিতে শোনা যায়।
ভিডিও ভাইরাল হওয়ার পর সোমবার তাকে শোকজ করে এনসিপির চট্টগ্রাম নগর কমিটি। নিজাম উদ্দিনের বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। গত ৫ আগস্টের পর সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন তিনি।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের কাছে এক নারী অভিযোগ দেন, দুই কোটি টাকা না পেয়ে নিজাম তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠান। ওই ঘটনায় কেন্দ্রীয়ভাবে তার পদ স্থগিত করা হলেও পরে তা ফেরত পান এবং পুনরায় চাঁদাবাজির অভিযোগে আলোচনায় আসেন।