Home First Lead জি কে বিল্ডার্সের চলমান কাজের তথ্য চেয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়

জি কে বিল্ডার্সের চলমান কাজের তথ্য চেয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়

জি কে শামীম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: জি কে শামীমের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান- জি কে ( বিল্ডার্স)এর চলমান কাজের তথ্য চেয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়।

প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক-০৬ শামীম আহম্মেদ এ ব্যাপারে পত্র দিয়েছেন ১০ মন্ত্রণালয় ও বিভাগের কাছে। গত ৮ মার্চ তা পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক জি কে শামীমের ঠিকাদারি প্রতিষ্ঠান জি কে বিল্ডার্সের চলমান কাজের তথ্য চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সম্প্রতি এ তথ্য চেয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। নির্ধারিত ছকেতথ্যসমূহ পাঠাতে বলা হয়েছে। ছকে প্রকল্পের নাম, প্রকল্পের মেয়াদ, ক্রমপুঞ্জিত অগ্রগতি, ২০১৯-২০ অর্থবছরে বরাদ্দ, ২০১৯-২০ অর্থবছরে বাস্তবায়ন হার, কাজ চলমান আছে কিনা এবং মন্তব্য- এসব তথ্য দিতে বলা হয়। কাজ চলমান রাখার স্বার্থে গৃহীত ভিন্নরূপ কোনো উদ্যোগ থাকলে তা ছকের মন্তব্য কলামে উল্লেখ করতে বলা হয়।

স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, নৌ পরিবহন মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবঙ পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে এই তথ্য চাওয়া হয়েছে।

গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের নিকেতন অফিসে অভিযান চালিয়ে জি কে বি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের মালিক এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে  জি কে শামীমকে আটক করে র‌্যাব। শামীমের বাড়ি ও অফিসে র‌্যাবের অভিযানে আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ১৬৫ কোটি টাকা সমমানের ফিক্সড ডিপোজিট রিসিপ্টস (এফডিআর), নগদ এক কোটি ৮০ লাখ টাকা, বিশাল অঙ্কের মার্কিন ও সিঙ্গাপুর ডলার এবং বিদেশি মদ জব্দ করা হয়।

জি ক ( বিল্ডার্স ) প্রায় তিন হাজার কোটি টাকার ঠিকাদারি কাজ  করছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ পেয়েছে।