১৩০০ পাউন্ড ওজন নিয়ে গড়েছিলেন রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক: এক সময় যার ওজন ছিল ১,৩২২ পাউন্ড (প্রায় ৫৯৯ কেজি), সেই বিশ্বের সবচেয়ে স্থূলকায় মানুষ হিসেবে পরিচিত জুয়ান পেড্রো ফ্রাঙ্কো আর নেই। গত ২৪শে ডিসেম্বর মেক্সিকোর আগুয়াসকালিয়েন্টেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৪১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তীব্র কিডনি সংক্রমণের (Renal Infection) কারণে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। দীর্ঘদিনের স্থূলতাজনিত জটিলতার পাশাপাশি সিস্টেমিক জটিলতা দেখা দেয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এক নজরে তার অবিশ্বাস্য জীবন কাহিনী
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড: ২০১৭ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস তাকে বিশ্বের সবচেয়ে স্থূলকায় ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়। ওজনের ভারে বছরের পর বছর তিনি নড়াচড়া করতে পারতেন না, সারাদিন বিছানায় শুয়েই কাটত তার জীবন। ডা. হোসে আন্তোনিও কাস্তানেদার তত্ত্বাবধানে তিনি ভূমধ্যসাগরীয় ডায়েট এবং গ্যাস্ট্রিক বাইপাসের মতো জটিল অস্ত্রোপচারের মাধ্যমে নিজের ওজন প্রায় অর্ধেক কমিয়ে ফেলেছিলেন। এর ফলে দীর্ঘ বছর পর তিনি আবারও নিজে নিজে হাঁটতে সক্ষম হন।২০২০ সালে অত্যন্ত উচ্চ ঝুঁকিতে থাকা সত্ত্বেও তিনি সফলভাবে কোভিড-১৯ মোকাবিলা করেছিলেন।
নিজের ওজন নিয়ে আক্ষেপ করে ফ্রাঙ্কো একবার বলেছিলেন, “আমার শরীর কোনো নিয়ন্ত্রণ ছাড়াই নিজের মতো বেড়ে যাচ্ছিল। আমি প্রতিদিন ডায়েট করার চেষ্টা করতাম, কিন্তু কিছুই কাজে আসছিল না।” তবে ওজন কমানোর পর উচ্ছ্বসিত হয়ে তিনি বলেছিলেন, “নিজের গ্লাস নিজে নেওয়া বা টয়লেটে যেতে পারাটাও আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে অনুভব করায়।”
জুয়ান পেড্রো ফ্রাঙ্কোর মৃত্যু আবারও মনে করিয়ে দিল যে স্থূলতা কেবল একটি শারীরিক অবস্থা নয়, বরং একটি দীর্ঘমেয়াদী রোগ যার জন্য প্রয়োজন সঠিক চিকিৎসা এবং সহানুভূতি।










