Home জাতীয় জুলাই সনদ ছাড়া নির্বাচন নয়”-ঈদের দিনে নতুন বার্তা হাসনাত আবদুল্লাহর

জুলাই সনদ ছাড়া নির্বাচন নয়”-ঈদের দিনে নতুন বার্তা হাসনাত আবদুল্লাহর

হাসনাত আবদুল্লাহ,

দেবিদ্বারে শহীদ পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ, বললেন হাসনাত: দেশের স্বার্থে ঐক্য জরুরি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুমিল্লা: দলমতের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ঈদের দিন শহীদ পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ শেষে সাংবাদিকদের তিনি বলেন, “দেশের মানুষের প্রত্যাশা পূরণই হোক আমাদের রাজনীতির মূল লক্ষ্য। যে স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লবে ছাত্র-জনতা রক্ত দিয়েছিল, সে স্বপ্ন কখনোই বৃথা যেতে দিতে পারি না।”

শনিবার ঈদের নামাজ শেষে দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় এনসিপির উদ্যোগে ‘জুলাই বিপ্লব’-এ শহীদ ১৪ জন ও আহত ৬০ জন পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়। এ উপলক্ষে চারটি গরু কুরবানি দেওয়া হয়। বৃষ্টিভেজা দুপুরে নিজ হাতে শহীদ পরিবারের বাড়িতে মাংস পৌঁছে দেন হাসনাত আব্দুল্লাহ। পরিবারের খোঁজখবর নিতেও তিনি সময় দেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “আজ ঈদের দিন শহীদ পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি। আজ শহীদ রুবেল ও সাব্বিরের পরিবারের পাশে দাঁড়াতে পেরে মনে হয়েছে, এ দেশ গঠনের দায়িত্ব আমাদের সবার। শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে দেশের জন্য কাজ করতে হবে।”

তিনি শহীদদের জন্য দোয়া করে বলেন, “আল্লাহ যেন শহীদদের জান্নাত দান করেন। তাঁদের আত্মত্যাগ আমাদের জন্য দায়িত্বের বার্তা। আমরা যদি সেই আত্মত্যাগের মর্যাদা না রাখতে পারি, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।”

সংবাদ সম্মেলনে এনসিপির দাবিদাওয়ার প্রসঙ্গেও তিনি কথা বলেন। হাসনাত বলেন, “আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন, আগামী এপ্রিলের মধ্যে নির্বাচন করতে হলে এ বছরের জুলাইয়ের মধ্যেই ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র ও জুলাই সনদ দিতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশন পুনর্গঠন ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করাও জরুরি।”

তিনি আরও বলেন, “আমরা সরকারকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। জনগণের আস্থা ফেরাতে না পারলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।

📢 প্রতিবেদনটি ভালো লাগলে ❤️ রিঅ্যাক্ট দিন,
💬 আপনার মতামত জানান কমেন্টে,
🔁 বন্ধুদের সঙ্গে শেয়ার করুন—শহীদদের আত্মত্যাগ যেন বিস্মৃত না হয়।

#জুলাইবিপ্লব #এনসিপি #দেবিদ্বার #শহীদপরিবার #বাংলাররাজনীতি