বগুড়ার শিবগঞ্জে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (পুরনো জেএমবি) উত্তরাঞ্চলীয় প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত ১টার দিকে উপজেলার পাকুড়তলা এলাকা থেকে পুলিশ সদর দপ্তরের এলআইসি ও জেলা গোয়েন্দা শাখা যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
রবিবার বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানান, শনিবার রাতে পাকুড়তলা এলাকা থেকে পুরনো জেএমবির উত্তরাঞ্চলীয় প্রধান আতাউর রহমান ওরফে হারুন (৩৪), রংপুর ও রাজশাহী বিভাগের বায়তুল মাল প্রধান মিজানুর রহমান ওরফে নাহিদ (৪২), গাইবান্ধার দায়িত্বপ্রাপ্ত জহুরুল ইসলাম ওরফে সিদ্দিক (২৭) ও বগুড়ার দায়িত্বশীল মিজানুর রহমানকে (২৪) গ্রেপ্তার করা হয়।
এসময় একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, দুটি চাপাতি, একটি চাকু, এক কেজি বিস্ফোরক, আটটি গ্রেনেড বডি ও ১০টি গ্রেনেড তৈরির সার্কিট বডি উদ্ধার করা হয় । তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক মামলা হয়েছে বলেও জানান তিনি।
বিজনেসটুডে২৪ ডেস্ক