রামেশ ভট্টরায়, কাঠমান্ডু: গত ৮ ও ৯ সেপ্টেম্বরের জেন-জি বিক্ষোভে নিহতদের শহীদ ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রী সুশীলা কার্কি আজ প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ কার্যালয়ে দায়িত্ব গ্রহণকালে এ ঘোষণা দেন।
তিনি জানান, নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা এবং অতিরিক্ত ত্রাণের ব্যবস্থা করা হবে।
প্রধানমন্ত্রী আরও ঘোষণা দেন যে নিহতদের মরদেহ তাদের নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও গ্রহণ করা হবে।
প্রধানমন্ত্রী সুশীলা কার্কি রবিবার জাতীয় ট্রমা সেন্টার পরিদর্শন করে গত সপ্তাহের দুর্নীতিবিরোধী জেন-জি আন্দোলনে আহত তরুণদের খোঁজখবর নেন।
সেন্টারের প্রধান ডা. বদ্রি রিজাল জানান, বর্তমানে সেখানে ৩৬ জন ভর্তি আছেন, যাদের মধ্যে ছয়জন আইসিইউতে এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক। কয়েকজনের অস্ত্রোপচার প্রয়োজন হলেও গুরুতর আঘাতের কারণে তা বিলম্বিত হচ্ছে।
উল্লেখ্য, দুই দিনের দেশব্যাপী বিক্ষোভে ৫১ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হন। আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংসদ ভেঙে দেওয়া হয় এবং কার্কির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই সরকারকে আগামী ২০২৬ সালের ৫ মার্চ নতুন সংসদীয় নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।