বিনোদন ডেস্ক:
‘গুড নিউজ়’ ও ‘যুগ যুগ জিও’র মতো হিট ছবির পর এবার নতুন রসায়নে ফিরছেন পরিচালক রাজ মেহতা। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে তৈরি হচ্ছে তাঁর নতুন ছবি ‘লগ যা গলে’, যেখানে একসঙ্গে পর্দায় আসছেন জাহ্নবী কাপুর ও টাইগার শ্রফ। প্রথমবার এই জুটিকে এক ছবিতে দেখা যাবে, আর নির্মাতারা আশাবাদী—তাদের অনস্ক্রিন রসায়ন ছুঁয়ে যাবে দর্শকের হৃদয়।
ছবির গল্প রিভেঞ্জ অ্যাকশন ঘরানার হলেও মূল সুর প্রেমের। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এই চিত্রনাট্য নিয়ে অনেকদিন ধরেই কাজ করছিলেন পরিচালক। নতুন মুখের জুটি নিয়ে একটি ভিন্নধর্মী ছবি তৈরি করার ইচ্ছা ছিল তাঁর। সেই ভাবনা থেকেই টাইগার ও জাহ্নবীকে বেছে নেওয়া হয়। দু’জনেই গল্পে রাজি হয়েছেন এক কথায়।
২০২৫ সালের শেষদিকে শুরু হবে শুটিং, তবে টাইগার শ্রফ ‘বাগি ৪’-এর কাজ শেষ করার পরই সময় দিতে পারবেন। জাহ্নবীও এখন ব্যস্ত আছেন তাঁর অন্য ছবি ‘সানি সংস্কারি কি তুলসীকুমারী’-র কাজে। নির্মাতারা জানিয়েছেন, ২০২৬ সালের মাঝামাঝি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘লগ যা গলে’।
এই মুহূর্তে বড় পর্দার জন্য গুণগত ছবি তৈরির প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন করণ জোহর। নতুন পরিচালকদের পাশে দাঁড়ানো এবং থিয়েট্রিক্যাল রিলিজ়ে জোর দিচ্ছেন তিনি। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে তাঁর প্রযোজিত ‘হোমবাউন্ড’ ছবিতে প্রশংসিত হন জাহ্নবী কাপুর, ঈশান খট্টর ও বিশাল জেঠওয়া। সেখান থেকেই করণের উপলব্ধি–সিনেমা হলে মুক্তিই হল ভবিষ্যতের পথ।
👉 বলিউডের নতুন জুটি টাইগার-জাহ্নবীকে একসঙ্গে পর্দায় দেখতে আপনি কতটা উচ্ছ্বসিত? নিচে মন্তব্য করুন।
🎬 আরও সিনেমা আপডেট ও এক্সক্লুসিভ খবর পেতে নিয়মিত ভিজিট করুন BusinessToday24.com।
📽️ আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এই খবর, ছড়িয়ে দিন নতুন বলিউড কেমিস্ট্রির উত্তাপ!