Home জাতীয় বালাসী ঘাটে টানেল ও ইপিজেড: ভোটের মাঠে উন্নয়নের বড় কার্ড খেলল জামায়াত

বালাসী ঘাটে টানেল ও ইপিজেড: ভোটের মাঠে উন্নয়নের বড় কার্ড খেলল জামায়াত

জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, গাইবান্ধা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত সময়ে উত্তরাঞ্চলকে তিলে তিলে ধ্বংস করা হয়েছে। কর্মসংস্থানের অভাবে এ অঞ্চলের তরুণরা আজ রাজধানীমুখী হতে বাধ্য হচ্ছে। আমরা ক্ষমতায় গেলে বেকার ভাতার পরিবর্তে তরুণদের জন্য কাজের ব্যবস্থা করব, যাতে তারা সম্মানের সঙ্গে আয় করতে পারে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রনীতি ও সার্বভৌমত্ব
দেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থান ব্যক্ত করে জামায়াত আমির বলেন, “আমরা বিশ্বের সকল দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চাই এবং প্রতিবেশী দেশকে প্রতিবেশী হিসেবেই দেখতে চাই। আমরা যেমন কারো ওপর খবরদারি করব না, তেমনি আমাদের ৫৬ হাজার বর্গমাইলের ওপর কারো আধিপত্যবাদ বরদাশত করা হবে না।”
১২ ফেব্রুয়ারি গণভোট ও সাধারণ নির্বাচন
আগামী ১২ ফেব্রুয়ারি একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট ও সাধারণ নির্বাচনে আমূল পরিবর্তনের ডাক দেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, “গণভোট সফল হলেই সাধারণ নির্বাচন সফল হবে।” তিনি উপস্থিত জনতাকে গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
নদী শাসন ও কৃষি বিপ্লব
উত্তরাঞ্চলের মরণদশাগ্রস্ত নদীগুলো নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন:
নদী পুনরুদ্ধার: তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনাসহ মৃতপ্রায় নদীগুলোতে প্রাণ ফিরিয়ে আনা হবে।
তিস্তা মহাপরিকল্পনা: সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও নদী পুনরুদ্ধার প্রকল্প নেওয়া হবে।
কৃষিভিত্তিক রাজধানী: উত্তরাঞ্চলকে দেশের ‘কৃষিভিত্তিক রাজধানী’ হিসেবে গড়ে তোলা হবে।
কৃষকের অধিকার: বাজারে চাঁদাবাজি নির্মূল করে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
গাইবান্ধার উন্নয়ন ও নতুন প্রকল্প
গাইবান্ধার উন্নয়নে বেশ কিছু সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান জামায়াত আমির:
জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।
ইপিজেড (EPZ) বাস্তবায়ন এবং বালাসী ঘাটে টানেল নির্মাণ
ফুলছড়ি-সাঘাটাসহ বিভিন্ন এলাকায় টেকসই নদীশাসন কার্যক্রম গ্রহণ।
জনসভা শেষে তিনি দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দেন। গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাও. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে গাইবান্ধার অন্যান্য আসনের ১০ দলীয় জোটের প্রার্থীরাও বক্তব্য রাখেন।