Home Third Lead বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় জাহাঙ্গীর হোসেন (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের শাহপুর-ঘিঘাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেন জেলার মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের বাসিন্দা এবং আব্দুল জলিলের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক মেহেদি হাসান রানা জানান, “ঘটনাটি আমার সামনেই ঘটে। ট্রাকটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়।”

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জানা গেছে, জাহাঙ্গীর হোসেন ব্যক্তিগত প্রয়োজনে মহেশপুর শহর থেকে মোটরসাইকেলযোগে কালীগঞ্জ শহরে যাচ্ছিলেন। ঘিঘাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাটি ঘটে।

এদিকে, দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।