বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা একটি লোকাল ট্রেনের বগিতে ভোররাতে নাশকতার উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)–এর তিন সদস্য দ্রুত উপস্থিত হয়ে অসাধারণ সাহসিকতার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৪টার দিকে স্টেশনের ওয়াশপিট এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ময়মনসিংহ কার্যালয়ের ইনচার্জ মো. সিরাজুল ইসলাম।
স্টেশন সূত্রে জানা যায়, আগুনের স্ফুলিঙ্গ দেখা মাত্রই দায়িত্বে থাকা নিরাপত্তা সদস্যরা ছুটে যান বগির ভেতরে। সেখানে কয়েকটি সিটে আগুন জ্বলতে দেখে তারা কোনো ধরনের আগুন নির্বাপক সরঞ্জাম না পেয়ে নিজেদের শরীরের জ্যাকেট খুলে ওয়াশপিটের নিচে জমে থাকা পানিতে ভিজিয়ে নেন। পরে সেই ভেজা জ্যাকেট আগুনের উপর চেপে ধরে দ্রুতই আগুন নেভাতে সক্ষম হন।
এ সময় দুর্বৃত্তদের ধরতে নিরাপত্তা সদস্যরা পিছুধাও দিলেও অন্ধকারের সুযোগে তারা পালিয়ে যায়।
সাহসিকতার পরিচয় দেওয়া আরএনবির তিন সদস্য হলেন—হাবিলদার মাসুদ রানা, সিপাহি আসাদুজ্জামান এবং নায়েক ঈসমাইল। তাদের তাৎক্ষণিক উদ্যোগ ও বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন রেলওয়ে কর্তৃপক্ষ। তাঁদের মতে, এই দ্রুত পদক্ষেপ না হলে আগুন পাশের বগি, ইঞ্জিন এবং প্ল্যাটফর্মের অংশে ছড়িয়ে ব্যাপক ক্ষতি করতে পারত।
আগুন নেভানোর পর দেখা যায়, বগির কয়েকটি সিট আংশিক পুড়ে গেছে। আরও উদ্বেগের বিষয় হলো, বগির ভেতর বিভিন্ন স্থানে গানপাউডারজাতীয় পদার্থ ছড়িয়ে রাখা ছিল এবং সেগুলোতে পেট্রোল ঢালা হয়েছিল—যা দ্রুত আগুন ছড়ানোর উদ্দেশ্যেই ব্যবহার করা হয় বলে ধারণা করা হচ্ছে।
স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন বলেন, “আরএনবির সদস্যরা মুহূর্তের মধ্যে যেভাবে আগুন নিয়ন্ত্রণে এনেছেন, তাতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।” তিনি আরও জানান, রাতে জারিয়া লোকাল ট্রেনের কোচগুলো ধোয়ামোছার জন্য ওয়াশপিটে রাখা ছিল। সেই সুযোগে নাশকতাকারীরা পরিকল্পিতভাবে আগুন লাগানোর চেষ্টা করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তে অভিযান চলছে।










