বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন ছাত্র সংগঠন তাদের প্যানেল ঘোষণা করেছে এবং প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এবারের নির্বাচনে মোট ৬৫৮ জন শিক্ষার্থী বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগের ২৫টি পদে নতুন ৩টি পদ যুক্ত হওয়ায় মোট পদসংখ্যা দাঁড়িয়েছে ২৮টি। এছাড়া ১৮টি হল সংসদ নির্বাচনে ১,২২৬ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ডাকসু ও হল সংসদ নির্বাচনে আজ বুধবার প্যানেল ঘোষণা করবে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ এই প্যানেল ঘোষণা করা হবে। ১৮ আগস্টের মধ্যে প্যানেল চূড়ান্ত হওয়ার কথা ছিল ছাত্রদলের।
ইসলামী ছাত্রশিবির ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ, এজিএস পদে মহিউদ্দিন খান মনোনয়ন পেয়েছেন। প্যানেলে চাকমা, প্রতিবন্ধী ও আহত শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্ব রয়েছে।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল ঘোষণা করেছে। ভিপি পদে লড়বেন উমামা ফাতেমা। প্যানেলে প্রতিবন্ধী ও চাকমা শিক্ষার্থীর পাশাপাশি আহত শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্ব রয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশও ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ভিপি পদে ইয়াসিন আরাফাত, জিএস পদে খায়রুল আহসান মারজান, এজিএস পদে সাইফ মোহাম্মদ আলাউদ্দিন মনোনয়ন পেয়েছেন।
বামপন্থি ছাত্র সংগঠনসমূহ ‘প্রতিরোধ পর্ষদ’ নামে প্যানেল ঘোষণা করেছে। ভিপি পদে শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস পদে মেঘমল্লার বসু, এজিএস পদে জাবির আহমেদ জুবেল মনোনয়ন পেয়েছেন। প্যানেলে বিভিন্ন সম্পাদকীয় ও সাংগঠনিক পদে প্রার্থী রয়েছেন।
মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ২০ আগস্ট, বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা ২১ আগস্ট, দুপুর ১টার দিকে প্রকাশ করা হবে। মনোনয়নপত্র জমা এবং প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
নির্বাচনী সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল ও ক্যাম্পাস এলাকায় প্রচারণা চলাকালীন প্রার্থীরা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবেন।










