মাত্র ১২ বছর বয়স তার। নাম সিদ্ধার্থ শ্রীবাস্তব পিল্লি। ভারতের হায়দরাবাদে একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। কিন্তু এরই মধ্যে সে নতুন এক মানদন্ড স্থাপন করেছে। কারণ, তাকে হায়দরাবাদের মন্টাইগনে স্মার্ট বিজনেস সল্যুশনস সফটওয়্যার কোম্পানিতে নিয়োগ করা হয়েছে ডাটা সায়েন্টিস্ট হিসেবে। এ বিষয়ে সোমবার সে ভারতের বার্তা সংস্থা এএনআই’কে বলেছে, আমার বয়স ১২ বছর। মন্টাইগনে স্মার্ট বিজনেস সল্যুশনস নামের সফটওয়্যার কোম্পানিতে আমি ডাটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করি। পড়াশোনা করি শ্রীচৈতন্য টেকনো স্কুলে সপ্তম শ্রেণিতে।
সফটওয়্যার কোম্পানিতে যোগ দেয়ার ক্ষেত্রে আমার প্রধান অনুপ্রেরণা হলেন তন্ময় বকসি। কারণ, তিনি খুব অল্প বয়সে একজন ডেভেলপার হিসেবে চাকরি পেয়েছেন গুগলে। এর মধ্য দিয়ে তন্ময় বকশি বিশ্বকে বুঝতে সহায়তা করছেন যে, কৃত্রিম বৃদ্ধিমত্তার বিপ্লব কতটা সুন্দর। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। সিদ্ধার্থ বলেছে, খুব অল্প বয়স থেকেই তাকে সফটওয়্যারে ব্যবহৃত কোডিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন তার পিতা। তার ভাষায়, আমার খুব অল্প বয়সে এই কাজটি পাওয়ার ক্ষেত্রে যে মানুষটি আমাকে সহায়তা করেছেন তিনি হলেন আমার পিতা। তিনি আমাকে বিভিন্ন ব্যক্তির জীবনী সম্পর্কে জানিয়েছেন। শিখিয়েছেন কোডিং। আজ আমি যা তার সব কিছুই তার জন্য।