Home বিনোদন বিকিনিতে ছবি শেয়ার করে বিতর্কে, এবার মুখ খুললেন তন্বী

বিকিনিতে ছবি শেয়ার করে বিতর্কে, এবার মুখ খুললেন তন্বী

তন্বী লাহা রায়
বিনোদন ডেস্ক: সম্প্রতি অভিনেত্রী তন্বী লাহা রায়ের একটি লাল বিকিনি পরা ছবি ঘিরে তীব্র বিতর্ক ছড়িয়েছে সমাজমাধ্যমে। জন্মদিন উপলক্ষে বিদেশে ছুটি কাটাতে গিয়ে নিজের কিছু ছুটির মুহূর্তের ছবি পোস্ট করেন তিনি। কিন্তু সেই ছবি নিয়েই শুরু হয় অশালীন মন্তব্য, কটাক্ষ এবং ব্যক্তিগত আক্রমণ। এক জন মন্তব্য করেন, “উন্মুক্ত বক্ষ বিভাজিকা। পেট দেখা যাচ্ছে কেন এমন পোশাক পরেন?”  এই ধরনের বক্তব্যে আরও এক বার প্রমাণ মিলল, সমাজে এখনও নারী স্বাধীনতা ও পছন্দের প্রতি সহনশীলতার বড় অভাব রয়েছে।

তবে অভিনেত্রী চুপ থাকেননি। কড়া ভাষায় জবাব দিয়েছেন বিরূপ মন্তব্যকারীদের। তন্বীর কথায়, “আমি এখন যে দেশে আছি, সেখানে বিকিনি পরা খুব স্বাভাবিক ব্যাপার। মোটা, রোগা নির্বিশেষে তাঁরা এই পোশাক পরেন। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক বিষয়, আমরা যেখানে বাস করি সেখানে প্রতিনিয়ত বিকিনি, মনোকিনি পরা নিয়ে হেনস্থা হতে হয়।”

এই বক্তব্যের মাধ্যমে তন্বী কেবল নিজের প্রতিবাদই জানাননি, দিয়েছেন একটি বড় বার্তাও—নিজের শরীর, নিজের পোশাক, নিজের পছন্দ সবকিছু নিয়েই তিনি আত্মবিশ্বাসী এবং স্বাধীন।

তন্বী বর্তমানে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অভিনয় করছেন। এর আগে বহু ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছে খলচরিত্রে। অভিনয়ে দক্ষতা প্রমাণ করলেও, নিজের ব্যক্তিজীবনে খোলামেলা পোশাক পরার কারণে বারবার সমালোচনার মুখে পড়েছেন তিনি।

এই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছেন আরও অনেক অভিনেত্রী। কিছু দিন আগেই মিমি চক্রবর্তীর বিকিনি পরা ছবি নিয়ে হইচই পড়ে যায় নেটমাধ্যমে। কারও কাছে তাঁর ছবি ছিল অনুপ্রেরণাদায়ক, কারও কাছে ‘অপসংস্কৃতি’র নিদর্শন। অভিনেত্রী মিশমি দাসকেও একবার গোয়ার সমুদ্রসৈকতে বিকিনি পরায় কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। অত্যন্ত রোগা চেহারার কারণে তাঁকে শরীর-লজ্জা বা ‘বডি শেমিং’-এর শিকার হতে হয়।

এইসব ঘটনার পুনরাবৃত্তি একটাই প্রশ্ন তোলে নারীদের স্বাধীনভাবে পোশাক পরার অধিকার কি এখনও প্রশ্নবিদ্ধ? নাকি এটাই তথাকথিত ‘সংস্কৃতির’ নতুন সংজ্ঞা?

তন্বী লাহা রায় অবশ্য নিজের জবাব দিয়েছেন দৃপ্ত স্বরে। “আমরা আত্মবিশ্বাসী হলে, কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না,”—এই বার্তা শুধু ট্রোলারদের নয়, সমাজের প্রতিটি মেয়ের জন্য্