বিনোদন ডেস্ক: ঢালিউডের আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ এর পাইরেসির সঙ্গে জড়িত মূলহোতা হিসেবে টিপু সুলতান (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে নোয়াখালী পৌরসভার মোহাম্মদিয়া হোটেলের পাশ থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার টিপুর বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে। তার পিতার নাম ভলিলুর রহমান। নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর বনানী থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আশরাফ উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তাণ্ডব’ সিনেমার উচ্চমানের কপি পাইরেসি করে বিভিন্ন সামাজিক ও ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল) বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় টিপু সুলতানসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডিবি পুলিশ জানতে পারে মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি টিপু সুলতান বর্তমানে নোয়াখালী পৌরসভার মোহাম্মদিয়া হোটেলের পাশেই অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্-আল-ফারুকের নির্দেশনায় ডিবির একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে ঢাকার বনানী থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমাটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এতে শাকিব খান, জয়া আহসান, আফরান নিশো, সিয়াম আহমেদ ও সাবিলা নূরের মতো তারকারা অভিনয় করেছেন। ছবির মুক্তির অল্প সময়ের মধ্যেই এর পাইরেসি হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এর আগেও এমন একাধিক ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও আইনি পদক্ষেপ লক্ষ্য করা গেছে।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজধানীতে অভিযান চালিয়ে OneFlix নামের একটি অবৈধ স্ট্রিমিং প্ল্যাটফর্মের চার সদস্যকে আটক করে সাইবার ক্রাইম ইউনিট। তারা বাংলাদেশি এবং বিদেশি সিনেমা ও ওয়েব সিরিজ অবৈধভাবে প্রচার করছিল। অভিযানে প্ল্যাটফর্মটির সার্ভার ও বিপুল পরিমাণ ডেটা বাজেয়াপ্ত করা হয়।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফীর আরেকটি সিনেমা ‘সুড়ঙ্গ’ নিয়েও পাইরেসির ঘটনা ঘটে। প্রেক্ষাগৃহে বসে সিনেমার ভিডিও রেকর্ড করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে ইনামুল কবীর ও মনির শেখ নামে দুই যুবককে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় কপিরাইট আইনে চার বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানার বিধান রয়েছে।
এছাড়া ২০২৫ সালের এপ্রিলে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার পাইরেসি নিয়েও ব্যাপক আলোচনা হয়। মুক্তির প্রথম দিনেই সিনেমার বিভিন্ন অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে গাজীপুর থেকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়। তদন্তের অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টেলিগ্রাম থেকে অন্তত আড়াই লাখ ভিডিও কনটেন্ট সরানো হয়।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, পাইরেসি শুধু চলচ্চিত্র শিল্পের জন্য আর্থিক ক্ষতির কারণ নয়, এটি নির্মাতাদের মনোবলকেও দুর্বল করে দেয়। তাই এ বিষয়ে দ্রুত ও কঠোর পদক্ষেপ জরুরি।
সিনেমা শিল্পকে রক্ষা করতে কপিরাইট আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ আরও জোরদার করা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা।